ইম্পেরিয়াল সিটি লিও ক্লাবের দায়িত্ব হস্তান্তর

| সোমবার , ২২ আগস্ট, ২০২২ at ৮:৪০ পূর্বাহ্ণ

ইম্পেরিয়াল সিটি লিও ক্লাবের দায়িত্ব হস্তান্তর লিও ক্লাব অব চিটাগং ইম্পেরিয়াল সিটির স্কুলিং, মাসিক সাধারণ সভা, দায়িত্ব হস্তান্তর ও ডিস্ট্রিক্ট কেবিনেট রিসিপশন প্রোগ্রাম গত শনিবার চিটাগং লায়ন্স ফাউন্ডেশনের হালিমা রোকেয়া হলে অনুষ্ঠিত হয়। শুরুতে স্কুলিং সেশন পরিচালনা করেন একই ক্লাবের মেম্বারশিপ চেয়ারপারসন ও প্রাক্তন সভাপতি লিও আর্সেল আজিম মোহন। প্রোগ্রামে প্রথম পর্বে লিও তাসফিয়া অনন্যার সঞ্চালনায় সভাপতিত্ব করেন ২০২১-২০২২ সেবাবর্ষের প্রেসিডেন্ট লিও সিরাজুল ইসলাম রিপন। পরে তিনি গং বেল প্রদানের মাধ্যমে ২০২২-২০২৩ সেবাবর্ষের নতুন প্রেসিডেন্টের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। নতুন প্রেসিডেন্ট লিও সৌমেন বড়ুয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি লিও শামীম খানের সঞ্চালনায় অনুষ্ঠানের বাকি কার্যক্রম পরিচালিত হয়। মাসিক সাধারণ সভা শেষে লিও ডিস্ট্রিক্ট কেবিনেটকে নান্দনিক উপহার প্রদানের মাধ্যমে অভ্যর্থনা জানানো হয়। সেখানে উপস্থিত ছিলেন লিও ক্লাব অব চিটাগং ইম্পেরিয়াল সিটির এডভাইজার লায়ন নুরুল আরশাদ চৌধুরী, লিও ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪ এর ইয়ুথ এঙচেঞ্জ লায়ন নিশাত ইমরান, ডিস্ট্রিক্ট চেয়ারপারসন লায়ন কাশেম শাহ, প্রাক্তন জেলা সভাপতি লায়ন ওবায়দুর রহমান, লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট লিও ইরফান মোস্তফা, ভাইস প্রেসিডেন্ট লিও আতিক শাহারিয়ার সাদিফ, জয়েন্ট সেক্রেটারি লিও আহমেদ উল্লাহ পাপন, ট্রেজারার লিও শওকত হোসাইন, রিজিওন ডিরেক্টর লিও সুজন দাস ও ইম্পেরিয়াল সিটি লিও ক্লাবের সদস্যরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির গণমিছিল
পরবর্তী নিবন্ধঘোড়াশাল টিআইসিআইয়ে প্রিমিয়ার ভার্সিটির শিক্ষার্থীদের প্রশিক্ষণ