‘গ্রেট ফায়ারওয়াল’ এড়ানোর সুযোগ দিচ্ছে চীনা অ্যাপ

| সোমবার , ১২ অক্টোবর, ২০২০ at ৫:১২ পূর্বাহ্ণ

গ্রেট ফায়ারওয়াল এড়িয়ে চীনের ব্যবহারকারীদেরকে পশ্চিমা বিশ্বের কিছু কনটেন্ট দেখতে দেবে এমন এক অ্যাপ এসেছে চীনে। অ্যাপটি নিয়ে এসেছে চীনের সবচেয়ে বড় সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ‘কিউহু ৩৬০’। রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, টিউবার নামের ওই অ্যাপটি তৃতীয় পক্ষীয় অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোরে এসেছে। প্রায় কোটিবার ডাউনলোড হয়েছে এটি। এ ধরনের প্রঙি অ্যাপের ব্যবহার চীনে নতুন কিছু নয়। গুগল বা ফেইসবুকের মতো অ্যাপ ব্যবহারে দেশটির অনেকে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএনের সাহায্য নেন। তবে, কিউহু ৩৬০ এর মতো প্রতিষ্ঠানের টিউবার অ্যাপ আনার ব্যাপারটি অন্য আরেকটি দিকে ইঙ্গিত করছে। এতে বুঝা যাচ্ছে, গ্রেট ফায়ারওয়ালের ব্যাপ্তি কিছুটা হলেও কমেছে। খবর বিডিনিউজের।
চীনের ইন্টারনেট ব্যবহারকারীরা অ্যাপটিকে স্বাগত জানালেও অনেকে অ্যাপটি ধীরগতির বলে অভিযোগ জানিয়েছেন। রয়টার্স বলছে, অ্যাপে সেন্সর করা হয়েছে ১৯৮৯ সালের তিয়েনআনমেন স্কয়ারের ঘটনা এবং হংকং বিক্ষোভের মতো বিষয়াদি। সেবা নিতে অ্যাপ ব্যবহারকারীদেরকে নিজেদের ব্যক্তিগত তথ্য দিয়ে নিবন্ধন করতে হচ্ছে। পরিচয় পত্রের নম্বর ও আসল নাম ব্যবহার করতে হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স। অ্যাপটি রাষ্ট্রীয় স্বার্থ ও দেশের সোশালিস্ট প্রক্রিয়ার অবজ্ঞার ব্যাপারে সতর্কও করছে ব্যবহারকারীদের। অ্যাপটি নিয়ে এখনও কিছু বলেনি কিউহু ৩৬০।

পূর্ববর্তী নিবন্ধ২৮২ পণ্য এখন বহুমুখী পাটজাতপণ্য
পরবর্তী নিবন্ধচালকবিহীন ট্যাক্সি চলবে রাস্তায়