গ্রন্থাগারে বইয়ের সংখ্যা বাড়ানো হোক

| রবিবার , ১০ মার্চ, ২০২৪ at ৯:০৯ পূর্বাহ্ণ

গ্রন্থাগার প্রতিটি বিশ্ববিদ্যালয়ের বা কলেজের বিভিন্ন বিভাগের ও শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বই রাখা হয়। সকল বিভাগের শিক্ষার্থীরা তাদের বিভিন্ন কোর্সের নোটসহ বিভিন্ন প্রয়োজনীয় তথ্য গ্রন্থাগারে রাখা বই থেকে সংগ্রহ করে থাকে। বই একটি গ্রন্থাগারের প্রধান সৌন্দর্য। ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার প্রতিষ্ঠাকালীন সময় থেকেই আছে। এখানে সকল বিভাগের বই থাকলেও পর্যাপ্ত পরিমাণে নেই। ফলে সকল বিভাগের শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় বইসমূহ এখান থেকে পায় না। সুতরাং, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইবির কেন্দ্রীয় গ্রন্থাগারে বইয়ের সংখ্যা বাড়ানোর জন্য বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি।

আফিয়া আলম

শিক্ষার্থী,

ইসলামী বিশ্ববিদ্যালয়,

কুষ্টিয়া।

পূর্ববর্তী নিবন্ধসুবোধ ঘোষ : কালজয়ী কথাশিল্পী
পরবর্তী নিবন্ধজয়তু নারী