গৌরবান্বিত স্বাধীনতা

কাজী শামীমা রুবী | রবিবার , ৪ এপ্রিল, ২০২১ at ৮:০০ পূর্বাহ্ণ

স্বাধীনতা পেয়েছি বাঙালি আমি
পেয়েছি সাবলীল মুক্তির গান।
কতটা নিয়েছি আর কতটা দিয়েছি
কতটা অটুট রেখেছি তার সম্মান।

আজো লুকায়িত আছে দুর্নীতি
অন্যায়ের নিষ্পেষিত কালো হাত।
দেশের সম্মান সমুন্নত রাখতে
পেরোতে হবে কঠিন ঘাত-প্রতিঘাত।

জনতার দ্বারে মানবতার হাত
বারে বারে করেছি প্রসারিত।
অন্যায়ের হাত ভেঙে গুঁড়িয়ে দাও
বিশ্বের দরবারে দেশমাতৃকা
হয়না যেন কলঙ্কিত।

সাতচল্লিশ, বায়ান্ন, ঊনসত্তর আর
একাত্তরের মুক্তিযুদ্ধের অবদান।
দেশকে করেছে শোষণ থেকে মুক্ত
লাল-সবুজের, পতাকাকে দিয়েছে সম্মান।

জাগ্রত হও ঘুমন্ত আপামর জনতা।
বুঝে নাও শোষিতের অধিকার,
আজও পিশাচের দল লুণ্ঠিত করে
অর্থনীতিকে করতে চায় ছারখার।

এখনো কাল হাতছানির জোর
মাতৃকাকে করতে চায় অবরুদ্ধ।
জাগ্রত হও দুর্গের বলিষ্ঠ প্রহরী
বাঁচাও নাগরিক সার্বভৌমত্ব শুুদ্ধ।

স্বদেশপ্রেমের উজ্জীবিত হোক
মুক্তির আর স্বাধীনতার মূল্য,
শক্ত হাতে না ধরলে রেশ, স্বাধীনতা
আর ক্ষমতা হবে দোদুল্য।

অন্যায় অত্যাচার শোষণের বিরুদ্ধে
হতে হবে একাত্ম-সোচ্চার,
তবেই হবে অন্যায় অত্যাচার
ধর্ষণের প্রতিরোধ ও প্রতিকার।

স্বাধীনতার সুফল পাবে,
অবহেলিত জনতা হবে বলিয়ান।
জয়মাল্য গলায় পরে,
গৌরবে জাতি হবে মহীয়ান।

পূর্ববর্তী নিবন্ধধর্মকে ব্যবহার করে নৈরাজ্য সৃষ্টি সফল হবে না : তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধঅনুকাব্য