গুপ্তধন

স্বরূপ সুপান্থ | শুক্রবার , ২৮ জুলাই, ২০২৩ at ৬:৩৯ পূর্বাহ্ণ

প্রেমের মতো উজ্জ্বল কারবারে কখনো পুড়িনি

শুধু পোড়াগ্লাসে করে গিলেছি আগুনের হলকা

অবিদ্যা শিখেছিজেনেছি শেখার শেষ নেই

শেষ দেখার আশায় শুরুর শেষ শুরু করেছি

না হলে কী ভাবে জানতাম নদীর একক গুরু

একদিন সমুদ্রের উচ্ছ্বল বায়াত গ্রহণ করবে

রাজযোগ নাই বলে শ্রমিকযোগে বিশ্ব খুঁজেছি

আমার প্রলয় নির্দিষ্ট আমার বিপ্লব গোচরে

তবু কেন আমি অপর বিভোর আর সদাচোর

শিকারীর গুপ্তধন নেশাতুর আকাশের মতো

উদয়ের পথে কারো বাণী শুনতে মন চায় না

পূর্ববর্তী নিবন্ধগৌণপঞ্জি
পরবর্তী নিবন্ধপাঁচ দশকের পরিভ্রমণ