গৌণপঞ্জি

হাসান মসফিক | শুক্রবার , ২৮ জুলাই, ২০২৩ at ৬:৩৮ পূর্বাহ্ণ

দু’টো শালিকেরও আজ একসঙ্গে দ্যাখা পাই না,

ফিরে গেছে সকল সৌভাগ্যের তির

আজ, যেনো চারদিকে অনেক দূরত্বের রসদই কেবল বিক্রি হচ্ছে সুলভে

মৌমাছি কি বলবে আমার সাথে দু’টো কথা? যৌথ চারাটি কি উঠে দাঁড়াতে পারবে কোনদিন?

এই নিয়ে এগোচ্ছে আমাদের বিকেল। কিছু ফরমায়েশি রূপকথা। কিছু দিকভ্রান্ত জানাশোনা নিয়ে। কোন বন্ধুত্ব আজ ততো নেই। মুখোশ হাতে নিয়ে হেঁটে যাওয়াই আছে কেবল। তবু আজ সমস্ত বিভ্রম কেটে যাওয়ার পর, আমরা কি থাকব হুবহু আগের মতোই

পূর্ববর্তী নিবন্ধচবি উপাচার্যের সাথে চীনের প্রতিনিধিদলের সাক্ষাৎ
পরবর্তী নিবন্ধগুপ্তধন