গুণীদের স্মরণীয় বরণীয় করে রাখলে সমাজ আলোকিত হয়

অদুদ চৌধুরীর স্মরণ সভায় ফজলে করিম এমপি

রাউজান প্রতিনিধি | রবিবার , ২৭ নভেম্বর, ২০২২ at ৮:৩২ পূর্বাহ্ণ

উত্তর চট্টগ্রামে বহু শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আবদুল অদুদ চৌধুরীর ৫১তম মৃত্যু বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, যেসব সমাজের মানুষ গুনীদের স্মরণীয় বরণীয় করে রাখেন সেই সমাজ আলোকিত হয়। গত শুক্রবার রাউজানের নোয়াজিশপুর ফতেহনগর অদুদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের স্মরণ সভায় তিনি এই অভিমত ব্যক্ত করেন। ইউনিয়নের চেয়ারম্যান সরোয়ার্দ্দি সিকদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার,ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খান, ফরিদ আহমদ,আহসান হাবিব চৌধুরী। কাজী মোহাম্মদ জামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোসলেম উদ্দিন চৌধুরী,নুরুচ্ছফা চৌধুরী,এস এম হাসান জাবেদ,প্রকৌশলী শাহজাহান কবির,দীপক কুমার মৎসুদ্দী,আহমদ ছগীর প্রমুখ। অনুষ্ঠানে চেয়ারম্যান সরোয়ার্দ্দি সিকদার প্রয়াত দানবীরের নামে প্রথমবারের চালু করা কৃতি সম্মাননা স্মারক ক্রেস্টসহ নগদ ৫০ হাজার টাকা প্রদান করেন প্রধান অতিথির হাতে। তিনি স্মারক ক্রেস্ট গ্রহন করে শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নে ৫০ হাজার টাকা বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করেন।

পূর্ববর্তী নিবন্ধচিটাগং মিড সিটি রোটারী ক্লাবের চিকিৎসা ক্যাম্প ও শিক্ষা সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধবাংলাদেশের সাথে আগরতলার সম্পর্ক অবিচ্ছেদ্য