বাংলাদেশের সাথে আগরতলার সম্পর্ক অবিচ্ছেদ্য

স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসবে চবি উপাচার্য

| রবিবার , ২৭ নভেম্বর, ২০২২ at ৮:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৬ দফা দিয়েছিলেন বলেই পাকিস্তানিরা তাকে আগরতলা মামলা দিয়ে ফাঁসিতে হত্যা করতে চেয়েছিল। এ জন্যই ৬ দফা, আগরতলা ষড়যন্ত্র মামলা, বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতা একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আগরতলার ভূমিকা অপরিসীম। বাংলাদেশের সঙ্গে আগরতলার সম্পর্ক অবিচ্ছেদ্য।

তিনি গতকাল শনিবার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা থেকে প্রকাশিত দুটি আন্তর্জাতিক স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব উপলক্ষে দুদিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধনী দিনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন কথাসাহিত্যিক, গীতিকার কবি আজিজুর রহমান আজিজ। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য শিরিন আক্তার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রামের প্রধান প্রকৌশলী মো. রেজাউল করিম, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জিএম মাহফুজা আক্তার, গ্রন্থ দুটির সম্পাদক ড. দেবব্রত দেবরায় প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন আন্তর্জাতিক স্মারকগ্রন্থ প্রকাশনা উৎসব কমিটির সদস্য সচিব শাওন পান্থ।

এর আগে অনুষ্ঠিত হয় ভারত ও বাংলাদেশের কবিদের কন্ঠে কবিতা পাঠ অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন কবি রাশেদ রউফ। অতিথি ছিলেন অধ্যাপক এলিজাবেথ আরিফা মুবাশশিরা, অধ্যাপক ফাতেমা জেবুন্নেসা।

কবি শাহীন মাহমুদের উপস্থাপনায় কবিতা পাঠ করেন অধ্যাপক কবি মুজাহিদ রহমান, শ্যামল কান্তি দে, মৌসুমী কর, মৃণাল কান্তি পন্ডিত, সোহানা শারমিন তালুকদার, কবি সূচিত্রা দাস, তৌফিকুল ইসলাম চৌধুরী, নিলুফার ইয়াসমিন জয়িতা, বিশ্বজিৎ রায় চৌধুরী, সঞ্চিতা রায়, ইসমত আরা নীলিমা, শিবানী ভট্টাচার্য, গৌরাঙ্গ চন্দ্র দেব নাথ। চট্টগ্রামের সাংস্কৃতিক সংগঠন ত্রিতরঙ্গের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ড. দেবব্রত দেবরায়ের নেতৃত্বে ৩০ সদস্যের একটি সাংস্কৃতিক প্রতিনিধি দল অংশগ্রহণ করেন।

আজ রোববার দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন, বিউবো’র সাবেক সদস্য মো. সামছুল আলম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজিব রঞ্জন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগুণীদের স্মরণীয় বরণীয় করে রাখলে সমাজ আলোকিত হয়
পরবর্তী নিবন্ধআজ শহীদ ডা. মিলন দিবস