গাড়ি বোমা হামলায় আফগানিস্তানে ডেপুটি গভর্নর নিহত

| বৃহস্পতিবার , ৮ জুন, ২০২৩ at ৬:০৮ পূর্বাহ্ণ

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাদাখশান প্রদেশের ডেপুটি গভর্নর গাড়ি বোমা হামলায় নিহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় সকাল সোয়া ৮টার দিকে প্রাদেশিক রাজধানী ফয়জাবাদে আদালত ভবনের কাছে মৌলভি নিসার আহমেদ আহমাদির গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়। এক বিবৃতিতে প্রাদেশিক তথ্যমন্ত্রী মাহজুদ্দিন আহমাদি বলেছেন, ঘটনায় নিসার আহমেদ আহমাদি তার গাড়ির চালকসহ নিহত এবং ছয় বেসামরিক আহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কোনো গোষ্ঠী বোমা হামলার দায় স্বীকার করেনি। জানামতে এটি কয়েক সপ্তাহের মধ্যে আফগানিস্তানে হওয়া সবচেয়ে বড় বোমা হামলা। আফগানিস্তানের তালেবান প্রশাসন জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সদস্যদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। এই জঙ্গি গোষ্ঠীটি রাজধানী কাবুলসহ দেশটির বিভিন্ন শহরে বেশ কয়েকটি বড় ধরনের হামলার দায় স্বীকার করেছে। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৪.০৭ কোটি টাকা
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের শাসন মেনে নেওয়া হবে না: ল্যাভরভ