গাছ লাগাই, পরিবেশ বাঁচাই

মিতা পোদ্দার | সোমবার , ৫ জুন, ২০২৩ at ৬:০২ পূর্বাহ্ণ

গাছ পরিবেশের সবচেয়ে উপকারী বন্ধু। মানব জীবনে গাছের উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। কাঠ, ফল থেকে শুরু করে আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু দেখতে পাচ্ছি সবই গাছের অবদান। অথচ আমরা ক’জনই বা বুঝি গাছের গুরুত্ব? আজ আমাদের সামনে পরিবেশের গভীর সংকট। এই মহা সংকট থেকে আমাদের বাঁচাতে পারে কেবল সবুজ বন্ধুরা, অর্থাৎ গাছপালা। এটা আমাদের অজানা নয়। কিন্তু তার পরেও বৃক্ষরোপণের তুলনায় বৃক্ষনিধনই আমরা চারপাশে বেশি দেখছি। বৃক্ষরা কার্বন ডাইঅক্সাইড নামের গ্রিনহাউস গ্যাস শুষে নিয়ে বায়ু দূষণ কমায়। বিনিময়ে তারা আমাদের দেয় অমূল্য প্রাণবায়ু অক্সিজেন। বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ, কারণ সবুজ পাতার রাশি নিয়ে বৃক্ষরা পরিবেশকে ছায়াস্নিগ্ধ করে। মাটির ক্ষয় রোধে ও জলবায়ুর ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে। পৃথিবীতে প্রাণবৈচিত্র সুরক্ষিত রাখতেও বৃক্ষরোপণ ছাড়া গতি নেই। নির্বিচারে গাছ কাটা বন্ধ করার পাশাপাশি এখনই আমাদের বিপুল সংখ্যায় বৃক্ষরোপণ শুরু করা দরকার। সত্যিসত্যি পৃথিবীকে বাঁচাতে চাইলে আমাদের মনের কথা হোক: ‘আসুন, গাছ লাগাই, পরিবেশ বাঁচাই’।

পূর্ববর্তী নিবন্ধবন্দর পতেঙ্গায় একটি হাসপাতাল চাই
পরবর্তী নিবন্ধএ যেন প্লাস্টিকের সাথেই আমাদের বসবাস