বন্দর পতেঙ্গায় একটি হাসপাতাল চাই

| সোমবার , ৫ জুন, ২০২৩ at ৬:০২ পূর্বাহ্ণ

বাংলাদেশের সর্বোচ্চ জনবহুল আমদানি রপ্তানি অর্থনীতির গুরুত্বপূর্ণ স্থাপনা শহর চট্টগ্রামের বন্দর পতেঙ্গা। এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া শুরু করেন সাবেক প্রশাসক আলহাজ্ব খোরশেদ আলম সুজন। তবে তা দীর্ঘায়িত হলো না। স্বল্প সময়ে দায়িত্ব মেয়াদ উত্তীর্ণ হওয়াতে হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া বর্তমানে স্থগিত রয়েছে।

শত শত মিল ফ্যাক্টরি শ্রমিক এবং স্থানীয় মানুষের বসবাস বন্দর পতেঙ্গা সড়কটি প্রতিনিয়ত জ্যামের ভোগান্তি এবং আশেপাশে সরকারি হাসপাতাল না থাকায় ডেলিভারি রোগীসহ প্রাণ হারিয়েছেন অনেকে। যেকোনো সময় অগ্নিসহ দুর্ঘটনায় কবলে পড়লে অগণিত মানুষের প্রাণহানি আশঙ্কা বেশি। বন্দর পতেঙ্গায় একটি হাসপাতাল নির্মাণ জরুরি।

মোহাম্মদ পারভেজ কাইছার

বন্দর

চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধরে ডগলাস ব্র্যাডবেরি : লেখক ও চিত্রনাট্যকার
পরবর্তী নিবন্ধগাছ লাগাই, পরিবেশ বাঁচাই