গল্প আহরণ কর্মসূচির পঞ্চম অধিবেশন

| রবিবার , ১০ অক্টোবর, ২০২১ at ১১:০২ পূর্বাহ্ণ

অনলাইনে আহরণ কার্যক্রমের অন্যতম উদ্যোগ গল্প আহরণ কর্মসূচির পঞ্চম অধিবেশন গত ৮ অক্টোবর অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আহরণের উদ্যোক্তা প্রফেসর রণজিৎ কুমার দে। অনুষ্ঠান সঞ্চালনায় ভূমিকা রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিতের সহযোগী অধ্যাপক ড. মো. আবদুল্লাহ্‌ আল মাহবুব। প্রধান অতিথি ছিলেন ইডেন গার্লস কলেজ ঢাকার প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর হান্নানা বেগম। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক রাশেদ মাহমুদ ও সহকারী অধ্যাপক কানাই দাশ। গল্প বলা প্রতিযোগিতায় অংশ নেয় শাপলা দলের তাসিন ইসলাম ধ্রুব, দেবাঞ্জনা বড়ুয়া ঐশী, আল মুহি আহমেদ, শেখ নুসাইবা জান্নাত, সাইয়্যেদুল যাবীর, মো. তাওসীফ নূর, সূর্যদীপ বসু নিয়োগী ও চৌধুরী মালিয়াত ইসরাক। গোলাপ দলের পক্ষে ফাইরুজ নাওয়ার, ফিদা নুজহাত হুদা, তাসনোভা সিদ্দিকী, আল মোকাদ্দিম আহমেদ, চৌধুরী ফাবিহা ইসরাক, সামান্তা হুমায়রা ও মাবরুর মাহাদী। বিচারক ছিলেন রাউজান আশালতা কলেজের অধ্যক্ষ জনার্দন কুমার বনিক, জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের ডেপুটি রেজিস্ট্রার শরীফ মাহমুদ সিদ্দিকী এবং বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মশহুদ-উজ-জামান।
প্রতিযোগিতায় বিজয়ী হয় গোলাপ দল। ব্যক্তিগত পারদর্শিতায় শাপলা দলের দেবাঞ্জনা বড়ুয়া ১ম এবং গোলাপ দলের ফিদা নুজহাত হুদা ও ফাইরুজ নাওয়ারকে যুগ্মভাবে ২য় হয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সুপ্রিয়া চৌধুরী। বক্তব্য দেন আহরণের নির্বাহী উদ্যোক্তা চৌধুরী আহ্‌সানুল করিম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউইকন প্রপার্টিজের সাথে মিউচুয়াল ট্রাস্টের সমঝোতা চুক্তি স্বাক্ষর
পরবর্তী নিবন্ধআতাউর রহমান কায়সারের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি