উইকন প্রপার্টিজের সাথে মিউচুয়াল ট্রাস্টের সমঝোতা চুক্তি স্বাক্ষর

| রবিবার , ১০ অক্টোবর, ২০২১ at ১১:০২ পূর্বাহ্ণ

নগরীর মেহেদিবাগে পিটুপি’র হেডঅফিসে উইকন প্রপার্টিজ লিমিটেড এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাথে একটি সমঝোতা চুক্তি গত বুধবার স্বাক্ষরিত হয়। চুক্তি অনুসারে উইকন প্রপার্টিজের ক্রেতারা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে নিয়ম মেনে কম সুদে এবং কম প্রসেসিং চার্জে হোম লোন নিতে পারবেন। পাশাপাশি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের নিয়মিত গ্রাহকরা উইকন প্রপার্টিজ থেকে ফ্ল্যাট কেনার ক্ষেত্রে পাবেন ডিসকাউন্ট। উইকন প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আশরাফুল আলম আলভী এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের হেড অফ এসএমই এন্ড রিটেইল শাফকাত হোসাইন নিজ নিজ প্রতিষ্ঠানের হয়ে সমঝোতা স্বারক স্বাক্ষর করেছেন। সমঝোতা স্বারক অনুষ্ঠানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে আরো উপস্থিত ছিলেন তৌফিক আলম চৌধুরী, হেড অফ বিজনেস আবু বকর সিদ্দিক, ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অফ কার্ড বিসনেস রবিউল আলম, সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মাহমুদা আকতার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইসহাক, চট্টগ্রাম রিজিওনাল হেড আশফাক হোসাইন। অন্যদিকে পিটুপি থেকে আরো ছিলেন সিইও ফাহিম চৌধুরী, প্রকৌশলী মাহাদী ইফতেখার, রুবাইয়েত আবেদীন, সাখাওয়াত হোসাইন। জমির মালিক ও ফ্ল্যাটের ক্রেতাদের কথা মাথায় রেখে চট্টগ্রামের আবাসন মার্কেটে যাত্রা শুরু করেছে উইকন প্রপার্টিজ। নো হিডেন স্কয়ারফিট – এই মূলমন্ত্রে বিশ্বাস রেখে চট্টগ্রামের বাজার ভালো কিছু করার চেষ্টা করে যাচ্ছে উইকন। অন্যদিকে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক বাংলাদেশের একটি লিডিং কমার্শিয়াল ব্যাংক। ব্যাংকিং খাতের পাশাপাশি হোমলোন সুবিধা চালু করার মাধ্যমে আবাসন খাতেও তাদের অবদান অনন্য। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রশাসনের সঙ্গে দক্ষিণ রাউজান পূজা পরিষদের মতবিনিময়
পরবর্তী নিবন্ধগল্প আহরণ কর্মসূচির পঞ্চম অধিবেশন