গভীর সমুদ্র থেকে ১২ জলদস্যু গ্রেপ্তার

বাঁশখালীতে র‌্যাবের ৪৮ ঘণ্টার অভিযান

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ১১ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৩৩ পূর্বাহ্ণ

বাঁশখালীতে ১২ জলদস্যুকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র, তিন হাজারের অধিক ইলিশ, বিপুল পরিমাণ মাছ ধরার জাল ও ডাকাতির কাজে ব্যবহৃত নৌকা জব্দ করা হয়। গত বৃহস্পতিবার বিকাল থেকে গতকাল শনিবার পর্যন্ত ৪৮ ঘণ্টার অভিযানে তাদের আটক করা হয়।
স্থানীয় ও র‌্যাব সূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট চট্টগ্রামের অন্তর্ভুক্ত সাগর এলাকায় ৯টি মাছ ধরার বোটে ডাকাতি সংঘটিত হলে র‌্যাব-৭ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে গ্রহণ করে তদন্ত শুরু করে। এরপর গত বৃহস্পতিবার থেকে গভীর সমুদ্রে অভিযান চালিয়ে ১২জন জলদস্যুকে আটক করে।
র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্ণেল এম এ ইউসুফ বলেন, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১টি বোট, আনুমানিক ৩ হাজার ইলিশ, মাছ ধরার বড় জাল, ৩টি ওয়ান শুটারগান, ১টি চাইনিজ কুড়াল, ১৬টি দা ও ছুরি, ১টি বাইনোকুলার, ৪টি টর্চ লাইট, ২টি হ্যান্ড মাইক, ৭০টি মোবাইল, নগদ ৫,৭০০ টাকা উদ্ধার করা।

তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে বাঁশখালী থানায় হস্তান্তর করা হবে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে প্রতিদিন পড়ছে ২৫০ টন বর্জ্য
পরবর্তী নিবন্ধবন্দরের ৩৮২ কন্টেনার নষ্ট পণ্য ধ্বংস করা হচ্ছে