গণতন্ত্র রক্ষায় আওয়ামী লীগ কর্মীরা রক্ত দিতে প্রস্তুত

চট্টগ্রাম গণহত্যা দিবসের সভা

| বুধবার , ২৫ জানুয়ারি, ২০২৩ at ৫:২০ পূর্বাহ্ণ

বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় প্রয়োজনে আওয়ামী লীগ কর্মীরা রক্ত দিতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। ১৯৮৮ সালে চট্টগ্রামের লালদিঘি ময়দানে আওয়ামী লীগের সমাবেশে গণহত্যার শিকার হওয়া ২৪ জন শহীদের স্মৃতি স্মরণ করে তিনি এ মন্তব্য করেন।

গতকাল মঙ্গলবার শহীদদের স্মরণে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আয়োজিত সভায় মেয়র বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে বীর চট্টলার আওয়ামী লীগকর্মীরা মুক্তিযুদ্ধে বীরত্বের সাথে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে ১৯৮৮ সালে ২৪ জন আওয়ামী লীগ কর্মীরা নিজেদের তাজা প্রাণ বিলিয়ে দিয়ে বঙ্গবন্ধুকন্যাকে হত্যার ষড়যন্ত্র নস্যাত করে দেয়। আমি সেদিন প্রাণ হারানো প্রতিটি রাজনৈতিক সহকর্মীর আত্মত্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি।

সমাবেশের পর মেয়র ওয়ার্ড কাউন্সিলরদের সাথে নিয়ে ২৪ জানুয়ারি নিহত শহীদদের স্মৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, জহর লাল হাজারি, নাজমুল হক ডিউক, গোলাম মোহাম্মদ চৌধুরী, আবদুস সালাম মাসুম, মোহাম্মদ জাবেদ, . নিছার উদ্দিন আহমদ মঞ্জু, সংরক্ষিত কাউন্সিলর জোবায়দা নার্গিস প্রমুখ।

দক্ষিণ জেলা আওয়ামী লীগ : চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেছেন, জননেত্রী শেখ হাসিনাকে বেশ কয়েকবার হত্যার ষড়যন্ত্র হয়েছিল, ২৪ জানুয়ারি চট্টগ্রামের গণহত্যা ছিল তার অন্যতম। গতকাল সকাল ১০ টায় আন্দরকিল্লাস্থ সংগঠন কার্যালয়ে চট্টগ্রামে গণহত্যা দিবস পালন উপলক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা এড. মুজিবুল হক, আবদুল হান্নান চৌধুরী মঞ্জু, নাছির আহমদ চেয়ারম্যান, আবুল কালাম আজাদ, নাছির উদ্দিন, এম এ মালেক, মো. ফারুক, মোহাম্মদ আমির উদ্দিন চৌধুরী, আবদুল মালেক খান, উজ্জ্বল ধর, মোহাম্মদ ইলিয়াছ, সুরেশ দাশ, মোহাম্মদ আলাউদ্দিন প্রমুখ। সভার পূর্বে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ২৪ জানুয়ারি গণহত্যায় নিহত শহীদদের কোটবিল্ডিংস্থ স্মৃতিশৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

উত্তর জেলা আওয়ামী লীগ : চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান বলেছেন, গণহত্যার আসামিদের অনতিবিলম্বে ফাঁসি কার্যকর করতে হবে। গতকাল চট্টগ্রাম আদালত ভবনস্থ স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর প্রাক্কালে তিনি একথা বলেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আনোয়ার চৌধুরী বাহার, দেবাশীষ পালিত, জসিম উদ্দিন শাহ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাবলু, প্রচার সম্পাদক প্রদীপ চক্রবত্তী, কার্যনির্বাহী সদস্য মো. সেলিম উদ্দিন প্রমুখ।

মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ : ২৪ জানুয়ারি চট্টগ্রাম গণহত্যা দিবসকে স্মরণ করে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের পক্ষ থেকে শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পন,শহীদ হাসান মুরাদের কবর জিয়ারত সহ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করা হয়। গতকাল মঙ্গলবার বিজয় মেলা পরিষদ চট্টগ্রামের মহাসচিব মোহাম্মদ ইউনুছের নেতৃত্বে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা কোর্ট বিল্ডিংস্থ শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে তারা নগরীর বান্ডেল রোডস্থ শহীদ হাসান মুরাদের কবর জিয়ারত করেন ও শহীদের পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন ও স্মৃতিচারণ করেন। এ সময় উপস্থিত ছিলেন পান্টু লাল সাহা, কাজী রাজেশ ইমরান, রকিবুল ইসলাম, এনায়েতুর রহমান, সুচিত্রা গুহ, মো. শাহাদাত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় মায়ের সামনে ছেলে খুনের ঘটনার আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধরূপকথার গল্প