খেলাঘর সংগঠক জাহিদ হোসেনের ইন্তেকাল

| বুধবার , ৪ অক্টোবর, ২০২৩ at ৪:৪০ পূর্বাহ্ণ

খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির সাবেক সাধারণ সম্পাদক এ এস এম জাহিদ হোসেন গতকাল মঙ্গলবার সকাল ৬টায় দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…. রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮বছর। তিনি দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে ভুগছিলেন। তিনি মাবাবা, স্ত্রী, ৫ বছর বয়সী এক ছেলে সন্তান, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর প্রবর্তক এলাকার বদনা শাহ মাজার সংলগ্ন মসজিদে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এরপর বিকেলে ফেনী জেলার চাটখিলে গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

জাহিদ হোসেনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেনখেলাঘর কেন্দ্রীয় কমিটির চেয়ারপার্সন প্রফেসর মাহফুজা খানম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুনু আলী, কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী রথীন সেন, প্রকৌশলী দেলোয়ার মজুমদার, সদস্য অধ্যাপিকা রোজী সেন, জাতীয় পরিষদ সদস্য দেবাশীষ রায়, খেলাঘর মহানগর কমিটির সভাপতি নাট্যজন মুনির হেলাল ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বসু, খেলাঘর দক্ষিণ জেলা কমিটির সভাপতি প্রফেসর এ বি এম আবু নোমান ও সাধারণ সম্পাদক শৈবাল আদিত্য, খেলাঘর উত্তর জেলা কমিটির সভাপতি সাংবাদিক খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক শোভন সেনগুপ্ত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইংরেজি প্রথম পত্রে অনুপস্থিত ৯৩৩, বহিষ্কার ২
পরবর্তী নিবন্ধমুক্তিযোদ্ধা কবির আহমদ