ইংরেজি প্রথম পত্রে অনুপস্থিত ৯৩৩, বহিষ্কার ২

এইচএসসি পরীক্ষা

আজাদী প্রতিবেদন  | বুধবার , ৪ অক্টোবর, ২০২৩ at ৪:৪০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গতকাল অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় ৯৩৩ জন অনুপস্থিত ছিল। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে দুই জনকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, শিক্ষা বোর্ডের অধীনে মোট ১১৩টি কেন্দ্রে ৯৮ হাজার ৯০৩ জন পরীক্ষার্থী অংশ নেয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষায় অংশ নিয়েছে ৯৭ হাজার ৯৭০ জন। ৯৩৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছেন।

অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথ বলেন, গতকাল অনুষ্ঠিত ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজ কেন্দ্রে মানবিক বিভাগের ১জন এবং বান্দরবান মহিলা কলেজ কেন্দ্রে ব্যবসায় শিক্ষার ১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর ছিলেন বলেও তিনি উল্লেখ করেন।

পূর্ববর্তী নিবন্ধ‘হিংসা-বিদ্বেষ নয়, কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা করতে হবে’
পরবর্তী নিবন্ধখেলাঘর সংগঠক জাহিদ হোসেনের ইন্তেকাল