নগরীর খুলশী ফয়সলেকস্থ দারুল হুদা দরবারে মাওলানা ক্বারী নূরুল হুদা আল্ কাদেরীর (রহঃ) ৪৬তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল গত শুক্রবার মাদ্রাসা–এ–নূরীয়া কমপ্লেঙের মহাপরিচালক শাহ বেলায়েত হোছাইন আল কাদেরীর (মাজিআ) সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য প্রদান করেন পীরজাদা মাওলানা মেহদী আকিব শাহ আল আযহারী। প্রধান বক্তা ছিলেন উরকিরচর মোহাম্মদিয়া গাউসীয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাসান রেজা আল কাদেরী। বিশেষ বক্তা ছিলেন দারুল হুদা দরবারে গাউসিয়া শরীফের মসজিদ–এ–বায়তুল কুদ্দসের খতিব মাওলানা আতাউল্লাহ্ নঈমী। পরিশেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মুনাজাত ও মিলাদ কেয়াম এর মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি।