খালেদা হাসপাতালে

আজাদী অনলাইন | বুধবার , ২৮ এপ্রিল, ২০২১ at ১:০৫ পূর্বাহ্ণ

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য পরীক্ষার জন্য মঙ্গলবার (২৭ এপ্রিল) রাত ১০টার দিকে তাকে বসুন্ধরার ঐ হাসপাতালে নেওয়া হয়েছিল।
কিছু পরীক্ষা করার পর রাত ১২টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিডিনিউজ
তিনি বলেন, “উনার অবস্থা স্থিতিশীল আছে। আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। উনি দেশবাসীর দোয়া চেয়েছেন।”
পরে সাংবাদিকদের কাছে খালেদার সর্বশেষ স্বাস্থ্য পরিস্থিতি তুলে ধরেন তার চিকিৎসক দলের প্রধান এফএম সিদ্দিকী।
তিনি বলেন, “আমরা উনার অন্যান্য যেসব পরীক্ষা গত এক বছর করাতে পারিনি সেগুলো করাব। রিপোর্টগুলো পেলে তা রিভিউ করব। অস্থির হয়ে উনাকে ভর্তি করালাম… রিপোর্ট ঠিকমতো না দেখে আবার নিয়ে গেলাম… একটা দুইটা পরীক্ষার জন্য আবার উনাকে হাসপাতালে নিয়ে আসলাম… এটা ভালো দেখায় না। সেজন্য পরীক্ষাগুলো সারতে আমরা উনাকে কেবিনে ভর্তি করিয়েছি।”

পূর্ববর্তী নিবন্ধটীম চিটাগংয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পরবর্তী নিবন্ধআকাশে আকাশে ওড়াউড়ি