খালেদার আরও ৪ মামলা স্থগিত থাকছে

| সোমবার , ২১ সেপ্টেম্বর, ২০২০ at ১০:৩৫ পূর্বাহ্ণ

নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে আরও চার মামলার কার্যক্রমে স্থগিতাদেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাই কোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন নিষ্পত্তি করে গতকাল রোববার বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন ভার্চুয়াল আপিল বেঞ্চ এ আদেশ দেয়। আবেদনের পক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির। খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন। এর আগে রাষ্ট্রপক্ষের আবেদন নিষ্পত্তি করে আপিল বিভাগ গত ১৭ ও ২৩ আগস্ট নাশকতা ও সহিংসতার আট মামলা স্থগিত রেখেছিল। খবর বিডিনিউজের।
মাহবুব উদ্দিন খোকন বলেন, ২০১৪ সালের নাশকতা, সহিংসতার ঘটনায় ২০১৫ সালে দারুসসালাম থানায় তিনটি মামলা করা হয়। পুলিশ যখন এফআইআর দেয় তখন সেখানে খালেদা জিয়ার নাম ছিল না। অভিযোগপত্র দেওয়ার সময় নির্দেশদাতা হিসেবে তার নাম দেয়। আর রাষ্ট্রদ্রোহের মামলাটিও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। কারণ খালেদা জিয়া মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে খারাপ কিছু বলেননি। তিনি শহীদদের স্বীকৃতি দাবি করেছিলেন। যাই হোক, কোর্ট চারটি মামলার কার্যক্রমই স্থগিত রেখেছেন। এনিয়ে বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে ১২টি মামলার কার্যক্রম স্থগিত রেখেছেন আপিল বিভাগ।

পূর্ববর্তী নিবন্ধট্রাম্পকে পাঠানো চিঠিতে বিষ
পরবর্তী নিবন্ধশীতকালে কতটা খারাপ হওয়ার আশঙ্কা