খাগরিয়া চেয়ারম্যানের বাড়িতে গুলি ছুড়ে ৯ আসামি কারাগারে

সাতকানিয়া প্রতিনিধি | রবিবার , ৬ মার্চ, ২০২২ at ৭:৫৮ অপরাহ্ণ

সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আখতার হোসেনের বসতঘরে গুলি ছোড়ার ঘটনায় দায়েরকৃত মামলার ৯ আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত।

এসব আসামি আজ রবিবার (৬ মার্চ) আদালতে আত্মসমর্পণ করলে আদালত কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করে।

জানা যায়, খাগরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ জসীম উদ্দিন ও তার কর্মী-সমর্থকরা গত ২৭ জানুয়ারি মিছিল নিয়ে যাওয়ার সময় প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. আখতার হোসেনের বসতঘরে গুলি ছোড়ে।

পরে স্থানীয় লোকজনের ধাওয়া খেয়ে সেখান থেকে চলে আসার সময় তারা ভোর বাজার এলাকায় আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর করে ও পুনরায় গুলি ছোড়ে।

এ ঘটনায় গত ২৯ জানুয়ারি চেয়ারম্যান মো. আখতার হোসেন বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

এদিকে, ওই মামলার নয় আসামি আজ চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমির আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন। তখন আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করে।

কারাগারে পাঠানো আসামীরা হলো খাগরিয়া ইউনিয়নের চর খাগরিয়া ভুজার পাড়ার মৃত সিরাজুল ইসলামের পুত্র মো. নাছির উদ্দিন প্রকাশ ডাকাত নাছির (৩৬), পূর্ব রসুলপুর এলাকার মৃত দুলা মিয়ার পুত্র মো. আইয়ুব (৪৫), মাহাজন পাড়ার মৃত কবির আহমদের পুত্র নুর মোহাম্মদ (৩৫), নতুন চর খাগরিয়ার মৃত সুলতান আহমদের পুত্র কালা মিয়া (৪০), মজিদের পাড়ার মৃত ছিদ্দিক আহমদ প্রকাশ কাদেরের পুত্র মো. নাছির উদ্দিন (৩৪), একই এলাকার আবদুল মোতালেবের পুত্র মো. ইউসুফ (২৫), মাওলানা মফিজুর রহমানের পুত্র মো. জোবাইর (২৮), মৃত কবির আহমদের পুত্র মাহাবুবুর রহমান (৪২) ও খাগরিয়া পশ্চিম পাড়ার আবদুল গফুরের পুত্র নাছির উদ্দিন (৩০)।

পূর্ববর্তী নিবন্ধচরণদ্বীপের সেই হেফজখানার প্রধান শিক্ষক দুই দিনের রিমান্ডে
পরবর্তী নিবন্ধরামুতে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু