চরণদ্বীপের সেই হেফজখানার প্রধান শিক্ষক দুই দিনের রিমান্ডে

আজাদী প্রতিবেদন | রবিবার , ৬ মার্চ, ২০২২ at ৭:৪৬ অপরাহ্ণ

বোয়ালখালীর চরণদ্বীপে মাদরাসা ছাত্র ইফতেখার মালিকুল মাশফিক হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হযরত মওলানা অছিয়র রহমান হেফজখানার প্রধান শিক্ষক জাফর আহমেদের (৬০) দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

এরআগে শনিবার (৫ মার্চ) মাদরাসার তিন শিক্ষককে পুলিশ হেফাজতে নিলেও জাফরকে মাশফির মামার করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

বোয়ালখালী থানার ওসি (তদন্ত) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক আজাদীকে বলেন, মাদরাসা শিক্ষক জাফর আহমেদকে গ্রেপ্তারের পর আদালতের কাছে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। বাকী ২ শিক্ষকের ব্যাপারে তিনি বলেন, তাদের রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।

এরআগে, শনিবার রাতে নিহতের মামা মাসুদ খান বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন।

নিহতের ভাই মাজেদ বলেন, ‘আমার ভাই কয়েকদিনের মধ্যে আমপাড়া নেয়ার কথা ছিল। তাকে মাদরাসায় পাঠানোর পরের দিন সকালে খবর পাই সে ওয়াশরুমে যাওয়ার কথা বলে রুম থেকে বের হলে তাকে আর পাওয়া যাচ্ছে না। পরে মাদরাসায় গিয়ে আমরা অনেক খোঁজাখুঁজির পর দুই তলার স্টোর রুমে কম্বল মোড়ানো গলা কাটা অবস্থায় মাশফিকে দেখতে পাই। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। আমি ভাই হত্যার সঠিক ও সর্বোচ্চ বিচার দাবি করছি।

পূর্ববর্তী নিবন্ধএতিমখানার টাকা আত্মসাতের মামলায় গারাংগিয়ার এক মাদরাসা অধ্যক্ষ কারাগারে
পরবর্তী নিবন্ধখাগরিয়া চেয়ারম্যানের বাড়িতে গুলি ছুড়ে ৯ আসামি কারাগারে