ক্ষণিক দাঁড়াও পাশে

মাসুদা তোফা | বৃহস্পতিবার , ১৮ এপ্রিল, ২০২৪ at ৬:৩৩ পূর্বাহ্ণ

আমি মুগ্ধ চেয়ে দেখি তারে সে চেয়ে আছে শুধু আমার দিক।

বলে ভালোবেসে ছুঁয়ে যাও, প্রজাপতি হও, দাঁড়াও পাশে ক্ষণিক।

অপরূপ শুভ্রতায় ফুটেছে সে ডালে চিকন সবুজ পাতা

মন দিয়ে শুনি সে কি বলে অভিমানী বসন্ত শেষের কথা

গ্রীষ্মের তাপ দাহে দিচ্ছে কালবৈশাখীর আগমনী বারতা

নতুন দিনের নব আনন্দে যেন সে শঙ্কিত অবগুণ্ঠিতা

নবপাতারা নব উল্লাসে মেতেছে সবুজে শাখায় শাখায়

ফুলেরা দুলছে বাতাসে মোর পানে চেয়ে আছে সে কী আশায়!

পারিনি সুঘ্রাণ ছড়িয়ে ফুলের মতো উদার নিবেদিত হতে

উদারতা ভুলেছে মানব ভুলেছে বিনয় গেছে নষ্ট পথে

গাছপাতা ফুলগুলো বলে তাকাও পদদলিত বিপন্ন বিশ্ব

অবিরাম ভালোবাসার ছায়া যে তাকে বাঁচাও করো না নিঃস্ব।

পূর্ববর্তী নিবন্ধআমি সমুদ্র পুষি
পরবর্তী নিবন্ধঅস্বাভাবিক আগুন মানুষ