অস্বাভাবিক আগুন মানুষ

বদরুননেসা সাজু | বৃহস্পতিবার , ১৮ এপ্রিল, ২০২৪ at ৬:৩৪ পূর্বাহ্ণ

কাছে ডেকে আগুনের আঁচ, ছ্যাঁকা

তবু যন্ত্রণা প্রকাশ করা যাবে না

বুঝিয়ে বলা যাবে না কোন বিষয়

বললে রাগান্বিত অগ্নিশিখা

নিজের ইচ্ছে মতো চলাও বারণ

এমন স্বাধিকার হরণ!

সকল দিকে না নেগেটিভ মাইন্ড

চিৎকারের মতো স্বর

জোরে বলে মুখে যা আসে

আত্ম নিয়ন্ত্রণ নেই

যা যা চায় সেগুলোতে কথা বললেই ক্ষোভ

তাই আমি বলি, রক্তচক্ষু আগুন মানুষ

সহ্য করতে হবে উৎপাত

শুনতে হয় চুপ থাকতে হয়

বললে সংক্ষোভ অগ্নি স্ফুলিঙ্গ ক্রোধ

এখান থেকে সরো, মাছি ভন ভনকথা কী ’

কী বিশ্রী উপমা! ছিঃ!

সংসার সবুজ বনায়নে ফুটানো ফুলে দাবানল

দেখা যায় মুখ খুললে

কারো কারো ভাগ্যে জুটে এমন আগুন মানুষ

একবার নয় বারেবার

তুষের আগুনে নিত্য বসবাস, এমন কালযাপন

স্বীকার করো অথবা না করো

আমি বলি মনোবিকারের অস্বাভাবিক আগুন মানুষ।

পূর্ববর্তী নিবন্ধক্ষণিক দাঁড়াও পাশে
পরবর্তী নিবন্ধবিলুপ্তির পথে খাড়িয়া নৃগোষ্ঠীর ভাষা ‘খাড়িয়া’!