কোরআন হাদিসের বাণী

| শুক্রবার , ২৯ জানুয়ারি, ২০২১ at ৬:৪৬ পূর্বাহ্ণ

সুতরাং তার সেটা লিখে দেওয়া উচিত এবং যার উপর প্রাপ্য বর্তায় সে যেন লিখিয়ে যায় আর আল্লাহকে ভয় করে, যিনি তার রব, এবং প্রাপ্য থেকে কিছু যেন না কমায়। অত:পর যার উপর প্রাপ্য বর্তায় সে যদি নির্বোধ অথবা দুর্বল হয়।
– আল-কুরআনের বঙ্গানুবাদ (২:২৮২) সূরা বাক্বারা।

যে ব্যক্তি জুমার দিবসে মৃত্যুমুখে পতিত হয় তাহার জন্য শহীদের ফল লিখিত হইবে এবং সে কবরের আযাব হইতে নিষ্কৃতি পাইবে।
– আল-হাদিস (হোমায়েদ)।

করমর্দন হলো আন্তরিকতার বহিঃপ্রকাশ।
– শ্যামলচন্দ্র দত্ত।

পূর্ববর্তী নিবন্ধভীতি কাটাতে টিকা নিলেন ভিআইপিরা
পরবর্তী নিবন্ধঅর্থনীতির নাজুকতাগুলো চিহ্নিত করে বাস্তবসম্মত উত্তরণ কৌশল জরুরি