কোরআন ও হাদিসের আলোকে রাসুলের (দ.)আদর্শ সমাজে বাস্তবায়ন করতে হবে

বহদ্দারহাটে কারবালা মাহফিলে মেয়র

| রবিবার , ১৪ আগস্ট, ২০২২ at ৬:৩০ পূর্বাহ্ণ

বহদ্দারহাট জামে মসজিদে দুইদিনব্যাপী শাহাদাতে কারবালা মাহফিলের সমাপনী দিবসে গতকাল শনিবার প্রধান অতিথির বক্তব্যে বহদ্দারহাট জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেছেন, আহলে বায়াতের প্রতি ভালোবাসা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। ইমাম হোসাইনের জীবন উৎসর্গ ও কারবালার ময়দানের ইতিহাস ন্যায় প্রতিষ্ঠার আন্দোলনে বিশ্বইতিহাসে নজিরবিহীন। কোরআন ও হাদিসের আলোকে জীবনযাপনের মাধ্যমে রাসুল (দ.)’র আদর্শ সমাজে বাস্তবায়ন করতে হবে।

বহদ্দারহাট জামে মসজিদের খতিব মুহাম্মদ নিজাম উদ্দিন রশিদীর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিশেষ অতিথি ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সাবেক সভাপতি আহমদুল হক হাসান, কাউন্সিলর মো. এসরারুল হক এসরাল, মো. সোহরাওয়ার্দী, মো. ইলিয়াছ সেকু, সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক আবু বক্কর সিদ্দিক, মো. বদিউল আলম সওদাগর, ওমর ফারুক, ডা. মো. সাইফুল্লাহ, মো. জানে আলম সওদাগর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের চিকিৎসা ক্যাম্প
পরবর্তী নিবন্ধনতুন পরিচয়ে সোহানা সাবা