কোথাও আলো নেই

রূপক কুমার রক্ষিত | বৃহস্পতিবার , ২৬ জানুয়ারি, ২০২৩ at ৮:৫৯ পূর্বাহ্ণ

একা একা টের পাই,

কংক্রিট শহরের চারপাশে

কোথাও আলো নেই,

মুক্তির পথ দিনে দিনে রুদ্ধ হয়ে আসে।

অন্ধকারের নিস্তব্ধতায়

জীবনের বিমর্ষ বাঁকে বাঁকে

মানুষ মানুষের বিশ্বস্ত চোখ খোঁজে।

আলো খোঁজে, আলো

অন্ধকার ধ্বংসকারী আলো।

এমন ঝকঝকে আলো, যা

অন্ধত্বের ইতি টানে চিরতরে,

স্বপ্নের স্পন্দন ছড়ায়,

স্বপ্ন দেখায়, নিসর্গ উৎকর্ষতায়

সরল বৈভবহীন জীবনের।

অথচ অসহায় নির্বিকার!

দিকে দিকে আলোর নোংরা যজ্ঞ,

আলোতেই এখন পুড়ছে আলো

বিদ্ধস্ত ভয়াবহতার

অবিশ্রান্ত আর্তনাদে।

ছোট বড় অনেক পতঙ্গ

জৌলুস আর আধিপাত্যের কাঁধে চড়ে

ঝাঁপ দেয় এসে তার শিখাতে,

অবশেষে, আগুনে পোড়া

যন্ত্রণাকাতর ফোসকায়

ভারী হয়ে আসে অযাচিত স্বপ্নের দেহ।

পূর্ববর্তী নিবন্ধভূমিকম্পে ভয় নয় প্রয়োজন সতর্কতা
পরবর্তী নিবন্ধচাঁদ তুমি দূরেই ভালো