কোটি তালগাছ লাগানোর পরিকল্পনা বাতিল : প্রতিমন্ত্রী

| বৃহস্পতিবার , ১২ মে, ২০২২ at ১১:০১ পূর্বাহ্ণ

বজ্রপাত থেকে বাঁচাতে দেশজুড়ে এক কোটি তালগাছ লাগানোর যে পরিকল্পনা নিয়েছিল সরকার, তা আর বাস্তবায়ন হচ্ছে না। গতকাল বুধবার সচিবালয়ে এক অনুষ্ঠানে ওই কর্মসূচি বাতিল করার কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান। খবর বিডিনিউজের।

বজ্রপাতে প্রাণহানি বেড়ে যাওয়ায় ২০১৭ সালে সরকার ১০ লাখ তালগাছ রোপণের পরিকল্পনা নেয় সরকার। তৎকালীন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছিলেন, বিশেষজ্ঞরা বলছেন, প্রচুর পরিমাণে তালগাছ ও নারকেল গাছ রোপণ করা হলে সেগুলো বজ্রনিরোধক দণ্ড হিসেবে কাজ করবে।

এজন্য সরকারিভাবে সারাদেশে ১০ লাখ তালগাছের চারা রোপণ করা হচ্ছে। পরে সরকারের তরফে সারা দেশে কোটি তালের চারা রোপণের পরিকল্পনা জানানো হয়। মুজিববর্ষ উপলক্ষে আওয়ামী লীগের বৃক্ষরোপণ কর্মসূচিতেও তালগাছ লাগানো হয়েছিল। বুধবার বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত ‘দুর্যোগ মোকাবিলায় কতটা প্রস্তুত আমরা’ শীর্ষক সংলাপে এনামুর বলেন, ৩৮ লাখের মতো তালগাছ লাগানোর পর দেখা গেল, যত্নের অভাবে মারা যাচ্ছে। তাই এটা বাতিল করে দিয়েছি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ১২০ লিটার চোলাই মদসহ ব্যবসায়ী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম একাডেমির পরিচালনা পরিষদের সভা