কে কতো ভোট পেলেন

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৬ জুন, ২০২২ at ৮:২৮ পূর্বাহ্ণ

বাঁশখালীর ১৩ ইউপি নির্বাচনে কে কতো ভোট পেয়েছেন, তা তুলে ধরা হলো। পুকুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী মো. আসহাব উদ্দিন (আনারস) ৬০৩৫, মো. আক্তার হোছাইন (মোটর সাইকেল) ৪৮৮৮, বোরহান উদ্দিন মাহমুদ নওয়াজ (নৌকা) ২৫৮১ ভোট পেয়েছেন। সাধনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে খোন্দকার মোহাম্মদ সালাহ উদ্দিন কামাল (অটোরিক্সা) ৬১৬৫, মহিউদ্দিন চৌধুরী খোকা (নৌকা) ২৮১৪, মো. আহসান উল্লাহ চৌধুরী (মোটর সাইকেল) ২৭৬৪, চৌধুরী মিয়া মোহাম্মদ আশেক এলাহী (আনারস) ৭২৪, আরিফ উল্লাহ চৌধুরী টিটু ৪১০ ভোট পেয়েছেন। খানখানাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে মো. জসিম উদ্দিন হায়দার (নৌকা) ৪৪৩৪, ইছরাত জাহান পিনন (দুটি পাতা) ১৪৫, জিয়াউল হক চৌধুরী (মোটর সাইকেল) ২৭৬৮, মো. আকবর হোছাইন (চশমা) ৩৩, মো. জাহেদুল হক (অটোরিঙা) ২৩৫৩, মো. নজরুল ইসলাম চৌধুরী (আনারস) ২৯৪১, ওয়াজেদ মোহাম্মদ (ঘোড়া) ৮৯০ ভোট পেয়েছেন। বাহারছড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে অধ্যাপক তাজুল ইসলাম (নৌকা) পেয়েছেন ৭৪৯৮ ভোট, মোহাম্মদ লোকমান (আনারস) ৫০০৯, এম বখতেয়ার উদ্দিন চৌধুরী (চশমা) ৪০৬৭, রেজাউল করিম চৌধুরী ইউনুছ (অটোরিঙা) ৮৬,
মো. মুজিবুর রহমান চৌধুরী (মোটর সাইকেল) ১২৫ ভোট পেয়েছেন।
কালীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আ ন ম শাহাদত আলম (নৌকা) ৫৫৫৫, আমিনুর রহমান চৌধুরী (মোটর সাইকেল) ৪১৫৬, মো. নোমান (আনারস) ৫১৩৮, মো. খালেকুজ্জামান (ঘোড়া) ১৩৬, মোহাম্মদ রহিম উদ্দিন (অটোরিঙা) ৯১, কায়ছার হামিদ (টেলিফোন) ১২৭ ভোট পেয়েছেন। কাথরিয়া ইউনিয়নে

ইবনে আমিন (নৌকা) ৫৪৪২, মো. শাহাজাহান চৌধুরী (ঘোড়া) ২৪২৭, মো. জয়নাল আবেদীন চৌধুরী (অটোরিঙা) ৩১১০, সেলিনা আকতার শেলী (আনারস) ৩৪, আরিফুল ইসলাম চৌধুরী (মোটর সাইকেল) ১৫৮ ভোট পেয়েছেন। বৈলছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে মো. কফিল উদ্দিন (নৌকা) ৪১৪১, মো. ইব্রাহিম খলিল (অটোরিঙা) ২৯০৮ ভোট, মুহাম্মদ মনছুর আলী (মোটর সাইকেল) ১৪৫০, আবদুল ওয়াহাব (আনারস) ৪২৪, মুহাম্মদ ইউসুফ (চশমা) ৭৯ ভোট পেয়েছেন। সরল ইউনিয়নে চেয়ারম্যান পদে রশিদ আহমদ চৌধুরী (নৌকা) ১৪৬৩৬, মো. লিয়াকত আলী তালুকদার (মোটর সাইকেল) ১৩০৪, জাফর আহমদ (অটোরিঙা) ৮৪, মো. সালাউদ্দিন কাদের (আনারস) ১১০, মিজানুর রহমান চৌধুরী (চশমা) ১১৮ ভোট পেয়েছেন। শীলকুপ ইউনিয়নে চেয়ারম্যান পদে কায়েশ সরোয়ার সুমন (নৌকা) ৪১১০, মোহাম্মদ মহসিন (অটোরিঙা) ২৫৪৩, মো. মাওলানা জাফর আহমদ (চশমা) ২০০১, মিজানুর রহমান সিকদার (মোটর সাইকেল) ২৯৪৪, মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (আনারস) ১২৬ ভোট পেয়েছেন। গন্ডামারা ইউনিয়নে চেয়ারম্যান পদে মো. লেয়াকত আলী (আনারস)৭১১৫, জেসমিন আক্তার (টেলিফোন) ১৪০, মো. শিহাব উল হক সিকদার (নৌকা) ৫৫৯৪ ভোট, মাওলানা আরিফ উল্লাহ (ঘোড়া) ৩০৮৭, মোহাম্মদ দিদার হোছাইন (চশমা) ৩৬১, সেলিম উল্লাহ (অটোরিঙা) ৩৬, মো. আজিজুল হক (মোটর সাইকেল) ৩০৬ ভোট পেয়েছেন। শেখেরখীল ইউনিয়নে চেয়ারম্যান পদে মোরশেদুল ইসলাম ফারুকী (চশমা) ৩৭২৯,
মোহাম্মদ ইয়াছিন (নৌকা) ৩৫৬৭, ফজলুল কাদের চৌধুরী (অটোরিঙা) ৪১৪, শেখ মো. ফজলুল কবির চৌধুরী (মোটর সাইকেল) ২৫৬৯, আতাউর রহমান (ঘোড়া) ৫৭৬, আজিজুর রহমান (আনারস) ২২৯ ভোট পেয়েছেন। পুঁইছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে মো. তারেকুর রহমান (অটোরিঙা) ৬২৯৪, রেজাউল আজিম চৌধুরী (টেবিল ফ্যান) ৩৩৮০, জাকের হোসেন চৌধুরী (নৌকা) ১৮৫২,তফাজ্জল হোসেন চৌধুরী (মোটর সাইকেল) ১৬৯, মুহাম্মদ মুবিনুল হক (চশমা) ৮২২, নুর মোহাম্মদ ফরহাদুল আলম চৌধুরী (আনারস) ১১৫২, শাকের উল্লাহ (ডাব) ১৭৯, কবির আহমদ (ঘোড়া) ১৯০, মোহাম্মদ সোলাইমান (ঢোল) ৩৪০৫ ভোট পেয়েছেন। ছনুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে এম. হারুনুর রশিদ (মোটর সাইকেল) ৬২৪৭, মো. আলমগীর কবির (ঘোড়া) ৩৪, মো. মুজিবুর রহমান (নৌকা) ১৬১৭, রেজাউল হক চৌধুরী (চশমা) ৪৯৫৫, মো. আমিরুল হক (আনারস) ৪৫৪, সাজ্জাদুল হক (ডাব) ৪৩, আনিছ উল হক চৌধুরী (অটোরিঙা) ১৮০ ভোট পেয়েছেন।
বিজয়ী ইউপি সদস্যরা
পুকুরিয়া : সংরক্ষিত রয়ন জান্নাত, সংরক্ষিত কানেতুল জন্নাত মিয়াজী,
সংরক্ষিত জাহানারা বেগম, ১নং ওয়ার্ডে এমদাদ উল্লাহ, ২নং ওয়ার্ডে মো. ইউনুছ,
৩নং ওয়ার্ডে হাবিবুর রহমান মিয়া, ৪নং ওয়ার্ডে আমজাদ হোসেন, ৫নং ওয়ার্ডে মনির উদ্দিন ময়ুর, ৬ নং ওয়ার্ডে ফরিদ আহমদ, ৭নং ওয়ার্ডে মো. ফারুকুজ্জামান, ৮নং ওয়ার্ডে মনিরুল মান্নান চৌধুরী, ৯ নং ওয়ার্ডে মামুনুর রশিদ।
কাথারিয়া : সংরক্ষিত নিলোয়ারা বেগম, সংরক্ষিত ছকিনা আরা বেগম, সংরক্ষিত পাখি আকতার, ১নং ওয়ার্ডে বাদশা মিয়া, ২নং ওয়ার্ডে আনোয়ারুল আজীম,
৩নং ওয়ার্ডে আবু তালেব, ৪নং ওয়ার্ডে রফিক আহমদ, ৫নং ওয়ার্ডে দিদারুল আলম, ৬ নং ওয়ার্ডে কামাল আহমদ, ৭নং ওয়ার্ডে হুমায়ুন কবির চৌধুরী, ৮নং ওয়ার্ডে ছৈয়দ আহমদ, ৯ নং ওয়ার্ডে রফিকুল ইসলাম চৌধুরী।
বৈলছড়ি : সংরক্ষিত পারভীন আক্তার, সংরক্ষিত আনোয়ারা বেগম, সংরক্ষিত মমতাজ বেগম, ১নং ওয়ার্ডে হাফেজ মো. রমিজ, ২নং ওয়ার্ডে টুটুল তালুকদার,
৩নং ওয়ার্ডে আবু ছিদ্দিক বাচ্চু, ৪নং ওয়ার্ডে মো. সেলিম উদ্দিন, ৫নং ওয়ার্ডে বিকাশ দত্ত, ৬ নং ওয়ার্ডে আবদুল আলীম, ৭নং ওয়ার্ডে পিংকু পুরোহিত মনি,
৮নং ওয়ার্ডে দিদারুল আলম, ৯ নং ওয়ার্ডে রফিকুল ইসলাম।
শীলকুপ : সংরক্ষিত জন্নাতুল ফেরদৌস, সংরক্ষিত জন্নাতুল ফেরদৌস লাকী,
সংরক্ষিত নুসরাত আলম হিরো, ১নং ওয়ার্ডে মো. ইউনুছ কোম্পানি, ২নং ওয়ার্ডে ছিদ্দিক আকবর বাহাদুর, ৩নং ওয়ার্ডে নাজিম উদ্দিন, ৪নং ওয়ার্ডে ইউছুপ আহমদ, ৫নং ওয়ার্ডে আকম আশিক হোছাইন চৌধুরী, ৬ নং ওয়ার্ডে রাশেদ নুরী,
৭নং ওয়ার্ডে মিজানুর রহমান সিকদার, ৮নং ওয়ার্ডে কফিল উদ্দিন, ৯ নং ওয়ার্ডে ফিরোজ সিকদার।

পূর্ববর্তী নিবন্ধপাঁচ ইউপিতে নৌকা ২ বিদ্রোহী ১, স্বতন্ত্র ২
পরবর্তী নিবন্ধআমাকে হারানো হয়েছে, আইনি লড়াইয়ে যাবো : সাক্কু