কেডিএস এক্সেসরিজের মামলায় ব্যবসায়ীর কারাদণ্ড

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৮ জুন, ২০২৩ at ৬:০০ পূর্বাহ্ণ

গার্মেন্টস এঙেসরিজ রপ্তানিকারক প্রতিষ্ঠান কেডিএস এঙেসরিজ লিমিটেডের মামলায় ইকবাল ভ্যালী নামের এক ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি চেকের সমপরিমান অর্থ জরিমানাও করা হয়েছে। গত ২৯ মে তৃতীয় যুগ্ম মহানগর দায়রা জজ বেগম আঞ্জুমান আরা এই রায় ঘোষণা করেন। বাদীর আইনজীবী শহীদুল আলম রাহাত আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী ইকবাল ভ্যালী উত্তর পতেঙ্গার ভেল টেক্স ইন্টারন্যাশনাল বিডি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। তিনি কেডিএস এঙেসরিজের উৎপাদিত কার্টুন ও সুতা ক্রয় করেন এবং পেমেন্টের জন্য চারটি চেক প্রদান করেন। কিন্তু চেকগুলো ডিজঅনার হয়। একপর্যায়ে তার বিরুদ্ধে মামলাটি দায়ের হয়। আদালত সূত্র জানায়, ২০১৯ সালে কেডিএস এঙেসরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমানের পক্ষে ম্যানেজার শিমুল সেন আদালতে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, ব্যবসায়ী ইকবাল ভ্যালী থেকে ৩৭ হাজার ২৩৭ দশমিক ৮২ ডলার পাওনা কেডিএস এক্সেসরিজের। মামলার আগে ব্যবসায়ী ইকবাল ভ্যালী বরাবর লিগ্যাল নোটিশ পাঠানো হয় বলেও জানান আাইনজীবী শহীদুল আলম রাহাত।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধটানেল ও বঙ্গবন্ধু শিল্পনগর ঘিরে বিনিয়োগ আকর্ষণ বাড়ছে