কৃষক

আসাদুজ্জামান সম্রাট | রবিবার , ২২ নভেম্বর, ২০২০ at ৮:৫৯ পূর্বাহ্ণ

কৃষক তুমি আমার দেশের গর্বের ধন,
সৃষ্টিকর্তার বড় দান।

রোদ-বৃষ্টিতে কৃষক তুমি ফলাও ফসল,
দেশের অর্থনীতির চাকা হয় সচল।

কৃষকের ধর্ম-কর্ম যদি হয় ভালো,
জাতি পাই, বেঁচে থাকার আশার আলো।

যদিও আমরা কৃষি নির্ভর বাঙালি,
তবুও কৃষকের পরিবার আজও কাঙালি।

মহাজনের দু’চোখে থাকুক নায্য স্বপ্ন,
কাঁটাহীন হোক কৃষকের জীবন।

কৃষকের শোকে, হোক জাতি শোর্কাত,
কাঁদুক সবারই প্রাণ।

কৃষকের হাসিতে, জাতি হাসুক,
চারদিকে বাজুক, নবান্নের গান।

পূর্ববর্তী নিবন্ধমেঘ ছুঁয়ে নেবো চোখের পাতায়!
পরবর্তী নিবন্ধআপন আলো