কাশ্মীর গার্মেন্টসের মালিক ও দুই মেয়ের বিরুদ্ধে পরোয়ানা

১০ কোটি ৪২ লাখ টাকা খেলাপি ঋণ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৩০ মার্চ, ২০২৩ at ৫:২৫ পূর্বাহ্ণ

এক্সিম ব্যাংক আগ্রাবাদ শাখার খেলাপী ঋণ আদায়ে দায়ের করা জারি মামলায় কাশ্মীর গার্মেন্টসের মালিক আব্দুল মমিন এবং তার দুই মেয়ে মাহিয়া বেগম ও নাদিয়া বেগমকে পাঁচ মাসের দেওয়ানী আটকাদেশ দিয়েছে আদালত। পাশাপাশি তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গতকাল চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ঋণ নিয়ে খেলাপী করায় এবং তা আদায়ে ২০১৩ সালে কাশ্মীর গার্মেন্টস এবং এর মালিকদের বিরুদ্ধে প্রথমে অর্থঋণ মামলা দায়ের করে ব্যাংক কর্তৃপক্ষ।

মামলায় ঋণ পরিশোধ করতে ডিক্রি জারি করা হয়। ডিক্রি অনুযায়ী নির্দিষ্ট সময়ে ঋণ পরিশোধে ব্যর্থ হয় প্রতিষ্ঠানটি। একপর্যায়ে ১০ কোটি ৪২ লাখ ১৫ হাজার ৪২১ টাকা ঋণ আদায়ে জারি মামলাটি করে ব্যাংক।

পূর্ববর্তী নিবন্ধসাকিব-লিটন নৈপুণ্যে সিরিজ জয়
পরবর্তী নিবন্ধঈদের পর দেশে ফেরার কথা ছিল আসিফের