কালির ছড়া দুঃখ মোচনে মাননীয় মেয়র ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলরের দৃষ্টি কামনা

| সোমবার , ৭ জুন, ২০২১ at ৬:০৯ পূর্বাহ্ণ

নগরের ৯ নং ওয়ার্ডের কালির ছড়ার দুঃখ মোচনে কালির ছড়ার দু’পাশে গাইড ওয়ালের কাজ বর্তমানে চলমান আছে। কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে বহু জায়গায় অবহেলার কারণে ছড়ার পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মাটির স্তূপ করে রাখা হয়েছে। এলাকাবাসীর দাবি আলহাজ্ব কবির আহম্মদ সওদাগর সিটি কর্পোরেশন প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রেলের জায়গার উপর নির্মানাধীন ব্রিজ করা হচ্ছে তা বর্তমানে ছাদ ঢালাইয়ের জন্য সেন্টারিং করা হয়েছে তার জন্য পানি চলাচলে বিশাল বাঁধা সৃষ্টি হয়ে সামান্য বৃষ্টিতে হারবাতলী, শাপলা, বিশ্ব কলোনী, ফজু সরদার কলোনী, সিডিএ আবাসিকসহ প্রায় বিশ হাজার মানুষের বসত ঘরে এবং রাস্তায় তিন ফুট উচ্চতায় পানিতে প্লাবিত হয়েছে। যার ফলে বহু ঘরের ফ্রীজ, বৈদ্যুতিক সরঞ্জাম আসবাবপত্র পানির নিচে তলিয়ে গিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কালির ছড়া এলাকাবাসীর জন্য দুঃখের কারণ হয়ে দাঁডিয়েছে। ইতিপূর্বে কালির ছড়ার পানিতে বহু ছোট শিশু সন্তানসহ বিভিন্ন ক্ষয়ক্ষতির সম্মুখিন হয়েছে এরাকাবাসী। তাই মাননীয় মেয়র ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলরের কাছে এলাকাবাসী অনুরোধ কালির ছড়ার সাইড ওয়ালের কাজ দ্রুত শেষ করাসহ জরুরী ভিত্তিতে উক্ত ব্রীজ ঢালাই দিয়ে সেন্টারিং এর প্রতিবন্ধকতা অপসারণ করে সমস্যা সমাধান করার জন্য। যদি তা না হয় এলাকাবাসী এই মৌসুমের প্রবল বর্ষায় চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে।
এলকাবাসীর পক্ষে মতি মিয়া, সাদিয়া আক্তার,
৯ নং ওয়ার্ড ছড়াকুলবাসী।

পূর্ববর্তী নিবন্ধই.এম. ফরস্টার: মানবতাবাদী সাহিত্যিক
পরবর্তী নিবন্ধপ্রয়োজনীয়তা