কালরাত

বাসুদেব খাস্তগীর | বুধবার , ২০ মার্চ, ২০২৪ at ৫:২১ পূর্বাহ্ণ

সবুজের বুকে আলপনা আঁকা স্বপ্নের সেই বাড়িকে

মনে পড়ে খুব এসেছে মার্চ আজ সে পঁচিশ তারিখে।

গোলা ভরা ধান হাসি আর গান মাছ ভরা ছিল পুকুরে

দোয়েল ময়না ডাক দিয়ে যেত রোদেলা হাসির দুপুরে।

উঠোনে ঝরতো শিউলি বকুল গোলাপ টগর চামেলি

মন বলাকারা চাইত উড়তে বলতাম পাখা যা মেলি।

এমন রূপের বন্যা ছড়ানো দেশ গেলো ভরে অসুরে

মানুষ হঠাৎ মানুষ তো নেই দেখি যেন এক পশুরে।

স্বপ্ন জড়ানো মায়াভরা সেই বাড়িটির ধুলো মাটিতে

দূরে দেখি ওই আসে হানাদার আসছে হাঁটিতে হাঁটিতে।

জীবন বাঁচাতে পালিয়ে বেড়াই নিঝুম রাতের আঁধারে

বলেছিলো বোন বইগুলো নাও, চলো যাই বনবাদাড়ে।

স্বপ্ন পুড়েছে আগুনে আগুনে চেয়ে চেয়ে দেখি দাঁড়িয়ে

অনেক থেকেও কিছু নেই আজ সোনা ঝরা দিন হারিয়ে।

সেই কালরাত দুয়ারে এলেই আমি কি তা পারি ভুলিতে?

স্বজন হারার বেদনা গুমরে বুলেট বোমার গুলিতে।

পূর্ববর্তী নিবন্ধএই খোকাটার
পরবর্তী নিবন্ধবিজয়ের কথা