কালজয়ী একুশের গান

জাহানারা মুন্নী | রবিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:২৫ পূর্বাহ্ণ

সবুজ আঁচল পেতে সেজেছে বাংলার গ্রাম
গাছ গাছালির বিশুদ্ধ বাতাসে ভেসে আসা
মুখরিত পাখপাখালির গান
রূপসী বাংলা আমার,
তোমার উষ্ণ বসন্তে ধুলো ওড়া মাটির সোঁদা ঘ্রাণ।

সোনার বাংলার মানচিত্র পটে, বুনে সবুজ- সোনালী ধান
কৃষক প্রাণে ফসলের শোভা, মাছে-ভাতে বাঙালির প্রাণ।

দূরের ও-ই রাখালিয়া বাঁশিতে, সুর- সৃষ্টি মোহনীয়া টান
দলছুট দুরন্ত বালক উৎসুক দিগবিদিক
মেঠোপথ প্রান্তর জুড়ে অস্তাচলে একদল সাহসী বুকের বান।

বাংলার অঞ্চলে অঞ্চলে বণের্র প্রাঞ্জলে
ভাষার আরাধনা প্রাণে প্রাণে সঞ্চিত
সাজে পলাশ, শিমুল, কচি কুঁড়ি ডালপালায় নিবিড় পুঞ্জিত।

রোজ সূর্য শিখায় চোখ মেলে দেখি গভীর দ্বীপ্ত আহবান
প্রভাতী রক্তরঙ্গক স্বর সুর-ধ্বনি কালজয়ী একুশের গান।

পূর্ববর্তী নিবন্ধতবে কেন
পরবর্তী নিবন্ধএকুশ এলে