তবে কেন

দীপান্বিতা চৌধুরী | রবিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:২৫ পূর্বাহ্ণ

২১ মানে কেবল বুঝি প্রভাতফেরী হাঁটা,
নয়তো শুধু শহীদ মিনারে ফুল অর্পণে কাটা।
শোকের বসনে শুধুই কি একুশ
একটি দিনের গান,
ভাই হারানোর রুদ্র জ্বালায় বিষাদগীতির বাণ।
হাঁপরে উঠে টকটকে লাল বাঙলার নীল খামে,
মরণচূড়ায় ফুল ফুটেছে
সালম বরকত নামে।
দুঃখ শুধু এখনো মায়ে
চুল ছড়িয়ে কাঁদে!
তাঁর অশ্রুরুদ্ধ কামারশালায়
হাতুড়ি প্রশ্ন বাঁধে!
৫২ তে যদি রক্তসিক্ত একুশের জয় হয়,
২২ শে কেন একুশ বাঙালির নৈতিকতার ক্ষয়!

পূর্ববর্তী নিবন্ধএকুশ আসলে বাংলা প্রচলনের আহাজারি
পরবর্তী নিবন্ধকালজয়ী একুশের গান