একুশ এলে

কোহিনুর শাকি | রবিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:২৬ পূর্বাহ্ণ

একুশ এলে প্রথম প্রহরে, মন চলে যায় শহীদ মিনারে।
মাতৃভাষার আন্দোলনে শহীদ ভাইদের রক্তের দামে,
পাওয়া একটি নাম, অমর একুশে ফেব্রুয়ারি।
আমরা কি তা ভুলতে পারি?
সালাম রফিক বরকতে…প্রাণ দিয়েছে রাজপথে।
তাঁদের রচিত বীর গাথা কেমন করে ভুলতে পারি?
অমর একুশে ফেব্রুয়ারি
ভাষার আশা নিয়ে সেদিন জীবন দিল যাঁরা
এই পৃথিবীর ইতিহাসে অমর রবে তাঁরা।

পূর্ববর্তী নিবন্ধকালজয়ী একুশের গান
পরবর্তী নিবন্ধমায়ের ভাষা