মায়ের ভাষা

নাজু নাজমা | রবিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:২৬ পূর্বাহ্ণ

বাংলা আমার মায়ের ভাষা
আমি বাংলায় কথা বলি,
এই ভাষাতেই “মা” বলে ডাকি
তাই তো আমি বুক উঁচিয়ে চলি।

এতোটা সহজ ছিলনা বাংলায় কথা বলা
পাকিস্তানের হুকুম ছিলো উর্দুতে কথা বলো,
জন্মেছি এই বাংলায় তাই বাংলাই হবে মাতৃভাষা
বাংলার দামাল ছেলেরা শপথ নিল।

৮ই ফাল্গুন বাংলায় জারি হলো সমন
এর বিপক্ষে চলেছে দফায় দফায় লড়াই,
আকাশে বাতাসে মুখরিত শ্লোগান
রাষ্ট্র ভাষা বাংলা চাই, বাংলা চাই।

শাসকের সকল শৃঙ্খল ছিন্ন করে
ছিনিয়ে এনেছে মায়ের মুখের বুলি,
এজন্য বুকের তাজা রক্ত ঢেলেছে
মায়ের লক্ষ্য লক্ষ্য বাধ্য ছেলেগুলি।

ইতিহাসের পাতায় খোদাই করে লেখা
সালাম, বরকত, রফিক, জব্বার নাম,
এমন করে আর কোনো জাতি
ভাষার জন্য চালায়নি কো বন্দুক, কামান।

এই ভাষাতেই কবিতা লিখি
গাই ভাটিয়ালি পাল তোলা নৌকায়,
একতারা আর মোহন বাঁশির সূর
বাংলার আকাশে বাতাসে ভেসে বেড়ায়।

কিশোর বেলার ডুব সাঁতারের নেশায়
ঝাঁপিয়ে বেড়ায় পদ্মা মেঘনা যমুনায়,
দীঘির কালো শান্ত জলের মাঝে
জল পদ্মের পানে ভ্রমরা গুঞ্জরিয়া ধায়।

না যদি পেতাম বাংলা ভাষা
জনম ভর দাসত্ব করতাম মাগো,
রক্ষা করো এই ভাষার মান
চর্চা করো বাংলার, জাগো বাঙালী জাগো।

লাখো শহিদের রক্তের বিনিময়ে
পেলাম বাংলা মায়ের ভাষা,
শহিদের প্রতি কৃতজ্ঞ থাকো
এই মোর মনের আশা।

ইংরেজি ২১শে ফেব্রুয়ারী মিলেছে
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি
এসো মননে মানসে বাঙালী হই
বাংলা ভাষার বাড়াই বিস্তৃতি।

পূর্ববর্তী নিবন্ধএকুশ এলে
পরবর্তী নিবন্ধদেশ হতে দেশান্তরে