কারাগারের বাইরে চিকিৎসার জন্য আবেদন বাবুল আক্তারের

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২১ মে, ২০২১ at ৫:৩৬ পূর্বাহ্ণ

স্ত্রী মাহমুদা খানম মিতু খুনের অভিযোগে গ্রেফতার সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের চিকিৎসার জন্য আদালতে আবেদন করেছেন তার আইনজীবী। গতকাল বৃহস্পতিবার মহানগর হাকিম সরোয়ার জাহানের আদালতে এ আবেদন করা হয়। এ বিষয়ে আইনজীবী মো. আরিফুর রহমান আজাদীকে বলেন, বাবুল আক্তার নানা রকম রোগে ভুগছেন। তার চিকিৎসা প্রয়োজন। কারাগারে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা নেই। তাই আমরা কারাগারের বাইরে অন্য যেকোনো হাসপাতালে তার চিকিৎসার অনুমতি চেয়ে আদালতের কাছে আবেদন করেছি। আদালত আবেদনটি গ্রহণ করেছেন। আগামী রোববার এ বিষয়ে আদেশ হবে।
আইনজীবী বলেন, বাবুল আক্তারের ফুসফুসে কফ আছে। ব্লাড প্রেশারে ভুগছেন তিনি। এছাড়া তার এজমা ও শ্বাসকষ্টের সমস্যাও রয়েছে। এসব সমস্যা সারাতে তিনি গত জানুয়ারি থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ঢাকায় দু’টি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এছাড়া এসব রোগ থেকে মুক্তি পেতে অধ্যাপক মো. আলী হোসেন ও ডা. সরোয়ার ই আলমের কাছ থেকেও বাবুল আক্তার চিকিৎসা নিয়েছেন বলে জানান তার আইনজীবী।

পূর্ববর্তী নিবন্ধযুদ্ধবিরতি চুক্তির দ্বারপ্রান্তে হামাস-ইসরায়েল
পরবর্তী নিবন্ধরোজিনাকে ঘসেটি বেগমের সঙ্গে তুলনা রাষ্ট্রপক্ষের আইনজীবীর