কাবুলে বিক্ষোভরত নারীদের ছত্রভঙ্গ করল তালেবান

| সোমবার , ৬ সেপ্টেম্বর, ২০২১ at ১১:১৭ পূর্বাহ্ণ

আফগানিস্তানের রাজধানী কাবুলে নারীদের একটি বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছেন তালেবান কর্মকর্তারা। টলো নিউজ জানিয়েছে, তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর নারীদের অধিকার সংরক্ষণের দাবি নিয়ে শনিবার দ্বিতীয় দিনের মতো রাজধানীর পথে নেমেছিল একদল সাংবাদিক ও নারী অধিকার আন্দোলন কর্মী। খবর বিডিনিউজের।
নগরীর একটি সেতু থেকে প্রেসিডেন্ট প্রাসাদের দিকে মিছিল করে যাওয়ার চেষ্টাকালে তালেবান কর্মকর্তা ও নিরাপত্তা রক্ষীরা তাদের বাধা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গোষ্ঠীটি জানিয়েছেন, তালেবান তাদের লক্ষ্য করে কাঁদুনে গ্যাস ও পেপার স্প্রে ছুড়েছে। সমপ্রতি কাবুল ও হেরাতে এ ধরনের বেশ কয়েকটি প্রতিবাদ দেখা গেছে বলে বিবিসি জানিয়েছে। এই নারীরা তাদের কাজ করার অধিকার ও সরকারে তাদের অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে। তালেবান জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই তারা সরকার ঘোষণা করবে। সরকারে নারীরাও থাকতে পারবে বলে জানিয়েছে তারা, কিন্তু মন্ত্রীর পদ পাবে না।

পূর্ববর্তী নিবন্ধসুপার থ্রিতে তৃতীয় দল নওজোয়ান গ্রীন
পরবর্তী নিবন্ধপুতিনের ভুল ধরিয়ে দিয়ে বহিষ্কার স্কুলছাত্র!