সুপার থ্রিতে তৃতীয় দল নওজোয়ান গ্রীন

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ৬ সেপ্টেম্বর, ২০২১ at ১১:১৫ পূর্বাহ্ণ

সিডিএফএ কিশোর ফুটবল লিগে তৃতীয় দল হিসেবে সুপার থ্রিতে উঠেছে আগ্রাবাদ নওজোয়ান গ্রীন। গতকাল ‘সি’ গ্রুপের শেষ খেলায় তারা ১-০ গোলে আবদুস সোবাহান ফুটবল দলকে পরাজিত করে। এ জয়ে তিনটি খেলায় সর্বোচ্চ নয় পয়েন্ট পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় তারা এবং সুপার থ্রিতে চলে যায়। এর আগে সুপার থ্রিতে উন্নীত অপর দুটি দল হলো আলোর ঠিকানা এবং মাদারবাড়ী শোভনীয়া ক্লাব। আগামী ৭ সেপ্টেম্বর সুপার থ্রিতে আগ্রাবাদ নওজোয়ান গ্রীন খেলবে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন আলোর ঠিকানার সাথে। সেদিন বিকাল ৩.৩০টায় চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হবে। গতকাল রোববার বিকেলে গ্রুপ পর্বের শেষ খেলায় প্রথমার্ধে আগ্রাবাদ নওজোয়ান গ্রীন এগিয়ে থাকে। ১৯ মিনিটের সময় দলের পক্ষে এ গোলটি করেন মো. এয়াকুব। কিছুটা জটলার মধ্যে থেকে হেড করে বল জালে জড়িয়ে দেন তিনি এবং নওজোয়ান গ্রীন এগিয়ে যায় ১-০ গোলে। এ গোলের পর দু’দল। আক্রমণ-প্রতি আক্রমণ করে খেলতে থাকে। গোলের কাছাকাছি গিয়েও গোল মিস করে দু-দলই। এ অর্ধের বাকি সময় আর গোল হয়নি। এক গোলের লিড নিয়ে নওজোয়ান গ্রীন বিরতিতে যায়। বিরতির পরও দুদলের খেলোয়াড়রা আক্রমন প্রতি আক্রমন বজায় রাখে। কিন্তু গোলের কাজটি আর করা হয়ে উঠেনি। এর মধ্যে খেলার শেষ দিকে লাল কার্ড দেখে আবদুস সোবাহানের কিপার। প্রতিপক্ষ খেলোয়াড়কে মারাত্মক চার্জ করায় রেফারী তাকে লাল কার্ড দেখায়। এর কিছু পরেই খেলা শেষ হলে জয় নিয়ে নওজোয়ান গ্রীন মাঠ ছাড়ে।
এদিকে দিনের প্রথম খেলায় চান্দগাঁও স্পোর্টিং ক্লাব ৩-২ গোলে সাউথ এন্ড ক্লাবকে পরাজিত করে। বিজয়ী চান্দগাঁও আগের খেলায় আবদুস সোবাহান ফুটবল দলকে পরাজিত করেছিল। তবে নিজেদের প্রথম খেলায় নওজোয়ান গ্রীনের সাথে তারা বড় ব্যবধানে হেরে গিয়েছিল। ‘সি’ গ্রুপে চান্দগাঁও স্পোর্টিং ক্লাব তিন খেলা শেষে ৬ পয়েন্ট অর্জন করে। অন্যদিকে সাউথ এন্ড ক্লাব তিনটি খেলাতেই পরাজিত হয়ে কোন পয়েন্ট অর্জন করতে পারেনি। এ গ্রুপ থেকে নওজোয়ান গ্রীন সুপার থ্রিতে উন্নীত হয়। চান্দগাঁও গতকাল খেলার প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল। চান্দগাঁওয়ের পক্ষে গোল করেন মো. আরমান, সিদরাতুল ইসলাম এবং নুরুল ইসলাম। অন্যদিকে সাউথ এন্ড ক্লাবের পক্ষে গোল করেন আসাদুর জামান এবং ইফতেখার আহম্মদ।
সুপার থ্রি পর্বের খেলা শুরু হবে আগামীকাল ৭ সেপ্টেম্বর থেকে। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে খেলাগুলো অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধসম্ভাব্য সেরা দল গঠন করতে চায় পাকিস্তান
পরবর্তী নিবন্ধকাবুলে বিক্ষোভরত নারীদের ছত্রভঙ্গ করল তালেবান