কল্পনা কি সারাজীবন কল্পনাই থেকে যাবে

ইকরাম আকাশ | মঙ্গলবার , ৩১ জানুয়ারি, ২০২৩ at ৫:৪২ পূর্বাহ্ণ

কল্পনা বিষয়টি মনস্তাত্ত্বিক। যা ভাবা যায় কিন্তু ঠিক মতো প্রকাশ করা যায় না। সবার মধ্যেই কল্পনা বিষয়টি বিরাজ করে সেটা কম/বেশি। যা সবাই নিজের মতো করে সাজিয়ে নেয়। কল্পনাকে বাস্তবে রূপ দিতে গেলে মানুষ সেটা কে পাগলামি ছাড়া কিছু বলবে না। এই কল্পনার মাঝেই তৈরি হয় হাজারো স্বপ্নআশা, বিষয়বস্তু যা পূরণ করতে গেলেই বাধে বিপত্তি, ফলে উক্ত কল্পনা বাস্তবায়ন করার পূর্বেই ব্যর্থতায় পর্যবেশিত হয়। মূলত আমাদের কল্পনাগুলো পূরণ না হওয়ার জন্য দায়ী এই সমাজ, দেশ, সংকীর্ণ মানষিকতা সম্পন্ন কিছু ব্যক্তির জন্য যা আমাদের মানসিকতাকে ক্ষুদ্রতায় প্রকাশ করে। আমাদের কল্পনা/স্বপ্ন দেখতে নেই কারণ আমরা গরীব/মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান সকল আহ্লাদ অর্থবানদের তারা প্রভু আর আমরা ক্রীতদাস। তাহাদের বানানো গ্যাঁড়াকলে আমাদের জীবন পিষ্ট হলেও তাদের ভ্রুক্ষেপ থাকবে না। কল্পনা সারাজীবন আমাদের কল্পনাই থেকে যাবে যা কখনো পূরণ হবার নয়। তাই রুদ্রমূর্তি অবতার গ্রহণ করে অবান্তর কল্পনাকে নিজের শক্তির প্রতিশ্রুত ভাবনার মিশেলে মিশিয়ে তা বাস্তবে রূপান্তর করার উপায় খুঁজে নিয়ে মনকে প্রশান্তি এনে দেওয়াটাই তখন মূখ্য, অন্যান্য বিষয়াদি তখন উহ্য থেকে যায়।

পূর্ববর্তী নিবন্ধবিদ্যুৎ সাশ্রয়ে ব্যাটারী চালিত অটো রিকশা বন্ধ করা হোক
পরবর্তী নিবন্ধনিজের ভেতর মূল্যবোধকে জাগাতে হবে