কর্ণফুলী নদীতে নৌকায় সিগারেটের আগুন, দগ্ধ ২

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ১৯ এপ্রিল, ২০২৪ at ৭:৩২ পূর্বাহ্ণ

কর্ণফুলী নদীতে বিভিন্ন বোট ও নৌকায় খাবার পানি সরবরাহকারী একটি নৌকায় আগুন লেগে দুইজন দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। সিগারেটের আগুন থেকে সৃষ্ট এ অগ্নিকাণ্ডে একজনের মুখ ও অন্যজনের হাতের কিছু অংশ পুড়ে যায়। দগ্ধরা হলেন কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শের জান (৪২) ও একই এলাকার লোকমান (৩৮)

গত মঙ্গলবার রাতে কর্ণফুলী নদীর চরপাথরঘাটা ইউনিয়নের ব্রিজঘাট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা রাতেই আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করে সরদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক জানান, কর্ণফুলী নদীতে চলাচলরত বিভিন্ন নৌকা ও বোটে মাঝিদের খাবার পানি সরবরাহকারী একটি নৌকাতে মধ্যরাতে আগুন লাগার ঘটনা ঘটে। এতে দুইজন সামান্য দগ্ধ হয়। তিনি আরো জানান, খাবার পানি সরবরাহকারীরা অনেক সময় বিনিময়ে টাকা না নিয়ে বোটের পোড়া তেল নিয়ে থাকে। খোলা ড্রামে রাখা এসব পোড়া তেলের সামনে সিগারেট ধরাতে গিয়ে এ আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা বর্তমানে সুস্থ আছেন এবং নিজ হাতেই খাবার খেতে পারছেন।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে দিনমজুরের মৃত্যু
পরবর্তী নিবন্ধআজ চবি এলামনাই এসোসিয়েশনের মতবিনিময় সভা