কর্ণফুলীতে দীর্ঘদিন পর প্রাণ ফিরল জমিদার বাড়ির

বলী খেলায় চ্যাম্পিয়ন সাদ্দাম বলি

পটিয়া প্রতিনিধি | সোমবার , ২২ এপ্রিল, ২০২৪ at ১২:৩৪ অপরাহ্ণ

কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও প্রাণ ফিরল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী উৎসব মিয়ার হাটের মিয়ার মেলা ও বলি খেলা। কালের পরিক্রমায় হারিয়ে যাচ্ছিল ২০০ বছরের বড়উঠানের জমিদার আন্নর আলী খার এ বৈশাখী মেলা। গত কয়েক বছর বন্ধ থাকলেও ঐতিহ্য ধরে রাখতে এবার দুই দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে বড়উঠান মিয়ার হাটে। গত শনিবার শুরু হওয়া এ মেলা গতকাল রবিবার গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বলি খেলা ও উৎসমুখর মেলার মধ্যে দিয়ে শেষ হয়। এবারের বৈশাখী মেলার বলি খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন আনোয়ারার সাদ্দাম হোসেন লিটন ও রানার্সআপ হয়েছেন মো: শাহেদ বলি।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন জমিদার আনোয়ার আলী খানের বংশধর সাজ্জাদ খান মিটু। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো: আবিদ হোসেন, বিশেষ অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: সেলিম হক, মেজবাহ উদ্দিন খান, মাইনু মিয়া, আসহাবউল্লাহ্‌ খান, মোহাম্মদ মুসা, মোহাম্মদ বেলাল খান, জসিম ফখরুল, আবেদিন জিকু, জসিম উদ্দিন খান, সুমন মেম্বার, সাইফুদ্দিন মেম্বার, মোহাম্মদ সেলিম, আজাদ সোহেল, মোহাম্মদ জসিম, আব্দুল হালিম, আব্দুল খালেক, হাবিব খান প্রমুখ।

মেলায় সার্বিক ব্যবস্থাপনায় জমিদার আন্নর আলী খার বংশধর সাজ্জাদ আলী খান মিঠু। মেলা পরিচালনা কমিটির প্রধান ও কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাঈদ খান আরজু বলেন, আবহমানকাল থেকেই নিবিড়ভাবে মেলাটি উদযাপন হয়ে আসছিল। গত কয়েক বছর করোনা দূর্যোগের পর থেকে মেলার আয়োজন বন্ধ ছিল। গ্রাম বাংলার যতগুলো পুরনো ঐতিহ্য টিকে রয়েছে তার মধ্যে বৈশাখী মেলা ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় বেড়িবাঁধ নির্মাণ কাজ বন্ধ করে দিলেন ‘ক্ষতিগ্রস্ত’ কৃষকরা
পরবর্তী নিবন্ধবান্দরবানে দুই কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক