করোনা থেকে মুক্তি পেতে সবাইকে সচেতন হতে হবে

লালখান বাজারে উপহার বিতরণকালে শিক্ষা উপমন্ত্রী

| রবিবার , ১৮ জুলাই, ২০২১ at ৭:২৮ পূর্বাহ্ণ

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, আপনারা আজকে যে সাহায্য পাচ্ছেন তা প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উপহার। তিনি রাষ্ট্রের সকল দরজা খুলে দিয়েছেন, সাধারণ মানুষকে খাবার ও অর্থ দেওয়ার জন্য, সহযোগিতা করার জন্য। সবার জন্য যতটুকু সম্ভব তিনি খাবার এবং অন্যান্য সুযোগ-সুবিধা রাষ্ট্র থেকে দিচ্ছেন। তিনি শুধু দিয়েই যাচ্ছেন, তার প্রতিদানে হিসেবে আমাদেরও তাকে কিছু দিতে হবে। আমরা তাকে একটা জিনিসই দিতে পারি তা হচ্ছে আমরা যেখানেই যাই না কেন সবসময় যাতে করে মাস্কটা পরে থাকি। করোনা পরিস্থিতি থেকে মুক্তি পেতে সবাইকে সচেতন হতে হবে। তিনি গতকাল শনিবার লালখান বাজারে শহীদ নগর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মোহাম্মদ বেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকী আহমেদ, আমজাদ হাজারী, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর আঞ্জুমান আরা, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ দেলোয়ার হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসেন্টমার্টিনে দুস্থদের মাঝে নৌবাহিনীর ঈদ উপহার প্রদান
পরবর্তী নিবন্ধ‘সিআরবিতে হাসপাতাল বানানোর সিদ্ধান্ত বাতিলে চাই সুস্পষ্ট ঘোষণা’