করোনায় আমেরিকা প্রবাসী পিতাপুত্রের করুণ মৃত্যু

ব্যবধান তিন ঘণ্টা

আজাদী প্রতিবেদন | রবিবার , ২০ ডিসেম্বর, ২০২০ at ৬:১২ পূর্বাহ্ণ

করোনা আক্রান্ত হয়ে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে আমেরিকা প্রবাসী পিতাপুত্রের করুণ মৃত্য হয়েছে। পিতাপুত্রের মৃত্যুতে নিউ ইয়র্কের বাঙালি কমিউনিটি শোকগ্রস্ত। জানা যায়, আমেরিকা প্রবাসী হালিশহর এ ব্লক ৮ নং লেনের বাসিন্দা সন্দীপের ইঞ্জিনিয়ার খায়রুজ্জামান করোনা আক্রান্ত হয়ে গতকাল সকালে মারা যান। তার মৃত্যুর তিন ঘণ্টার মধ্যেই মারা যান তার ছেলে আবুল বাশার পান্না (সিপিএ)। তিন ঘণ্টার মধ্যে দুজন মানুষকে হারিয়ে শোকে স্তব্ধ পরিবার।
এদিকে করোনাভাইরাস মহামারির প্রকোপে বিশ্বের যেকোনো দেশের চেয়ে আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ। এই সপ্তাহের শুরুতে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা তিন লাখ ছাড়িয়ে গেছে।
এর মধ্যে করোনার দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে যুক্তরাষ্ট্রে অনুমোদন পেয়েছে মডার্নার উদ্ভাবিত ভ্যাকসিন। ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন অনুমোদনের এক সপ্তাহের মাথায় দ্বিতীয় ভ্যাকসিনটি অনুমোদন পেল। গত শুক্রবার মার্কিন ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) ভ্যাকসিনটি প্রয়োগের অনুমোদন দেয়।

পূর্ববর্তী নিবন্ধট্রেনের ধাক্কায় চুরমার বাস, নিহত ১২
পরবর্তী নিবন্ধদলীয় প্রার্থীর বিরুদ্ধে গেলেই ব্যবস্থা