করোনাকাল জীবন জীবিকা

অভিজিৎ বড়ুয়া অভি | রবিবার , ২৫ এপ্রিল, ২০২১ at ৬:৩০ পূর্বাহ্ণ

সাগর পাড়ের এই শহর। দেখি রাস্তায় ছুটে চলে কিছুক্ষণ পরপর সাইরেন বাজিয়ে অ্যাম্বুলেন্স। বুকের গহীনে দুশ্চিন্তার বাসর। হয়তো কোন স্বজন বা পরিচিত জন বা অপরিচিত। হয়তো শেষ সংগ্রাম। এতটুকু নিশ্বাস সংগ্রাম। হাসপাতাল থেকে হাসপাতাল। সৃষ্টির প্রকৃতির এই বিশাল অঙিজেন ভান্ডার। তার মাঝেও অঙিজেন বড়ই অভাব। শ্বাস নিতে কষ্ট মৃত্যুর প্রহর। মৃত্যুর মিছিল। ঐ দূর রাস্তার রিঙা চালক। বড় ক্লান্ত। হয়তো ক্ষুধার্ত। কষ্টে টেনে নিয়ে চলে জীবন না জীবিকা? বেঁচে থাকা যেন বড় দায়। করোনাকাল। আর কত সময়। আর কত কাল মৃত্যুর মিছিল। আর কত কাল গুনতে হবে সংখ্যা, মৃত্যুর সংখ্যা। আতঙ্কিত। বয়ে চলতে হবে জীবন জীবিকার বেঁচে থাকার আতঙ্ক। কখন, আর কতকাল পর আবার মুক্তভাবে আতঙ্কিত না হয়ে শ্বাস নেবো। মুক্ত পৃথিবীর মুক্ত সমীকরণে। আর কত দূর। কত সময় আর কতকাল পর?

পূর্ববর্তী নিবন্ধলকডাউনের বিকল্প ব্যবস্থা চাই
পরবর্তী নিবন্ধপিতার বক্ষে রেখেছো মোরে