কমিটি প্রত্যাখ্যানকারী চার নেত্রীকে কারণ দর্শানো নোটিশ

নগর মহিলা দল

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৭ এপ্রিল, ২০২৩ at ১০:৪১ পূর্বাহ্ণ

সদ্য ঘোষিত নগর মহিলা দলের কমিটি প্রত্যাখ্যানকারী চার নেত্রীকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে কেন্দ্র। তাদের বিরুদ্ধে দলের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়। গতকাল বৃহস্পতিবার মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খানের স্বাক্ষরে এ নোটিশ দেয়া হয়।

 

নোটিশ পাওয়া চারজন হলেনকেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও নগর মহিলা দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ফাতেমা বাদশা, নগর মহিলা দলের সদ্য ঘোষিত কমিটির সহসভাপতি জেসমিনা খানম ও আঁখি সুলতানা এবং সাংগঠনিক সম্পাদক দেওয়ান মাহমুদা আক্তার লিটা। পৃথক নোটিশে এ চার নেত্রীকে দলীয়

শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার যথাযথ কারণ দুই দিনের মধ্যে মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের কাছে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

কারণ দর্শানো নোটিশ পাওয়ার সত্যতা নিশ্চিত করে দৈনিক আজাদীকে ফাতেমা বাদশা ও জেসমিনা খানম বলেন, সংগঠনের নীতিআদর্শের প্রতি আমরা শ্রদ্ধাশীল। কিন্তু একজন ব্যক্তিকে বারবার সভাপতি করা নিয়ে আমাদের আপত্তি। যিনি সংগঠনের ঐক্য ক্ষতিগ্রস্ত করেছেন, সংগঠনকে কুক্ষিগত করে রেখেছেন

আমাদের অবস্থান তার বিরুদ্ধে। এটা শুধু আমাদের অবস্থান নয়, মহিলা দলের তৃণমূলের নেতাকর্মীদের অবস্থান আমাদের মাধ্যমে প্রকাশ হয়েছে। সংগঠনের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে আমরা নোটিশের জবাব দেব এবং সেখানে আমাদের সাংগঠনিক চিত্র পুরোপুরি তুলে ধরব।

জানা গেছে, ৩০ মার্চ পুরনো দুই নেতৃত্ব বহাল রেখে অর্থাৎ টানা তৃতীয়বারের মত মনোয়ারা বেগম মনিকে সভাপতি ও জেলী চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ১৩৬ সদস্য বিশিষ্ট নগর মহিলা দলের কমিটি ঘোষণা করা হয়। নতুন নেতৃত্ব না আসার প্রতিবাদে কারণ দর্শানো নোটিশ পাওয়া জেসমিনা খানম, আঁখি

সুলতানা ও দেওয়ান মাহমুদা আক্তার লিটাসহ ১৩ জন পদত্যাগ করেন। তারা ঘোষিত কমিটিকে ‘মনোরঞ্জন ও বাণিজ্যিক কমিটি’ দাবি করেন। পরদিন সংবাদ সম্মেলন করে কমিটিতে পদ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন পূর্বের কমিটির সিনিয়র সহসভাপতি ফাতেম বাদশা। সংবাদ সম্মেলন থেকে ঘোষিত কমিটি বাতিল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধভোটের দিন সাধারণ ছুটি ঘোষণা
পরবর্তী নিবন্ধচবি স্টোর রুমে ছাত্রলীগের হামলা