কবিতা ও আবৃত্তিপ্রেমীদের পদচারণায় মুখর শিল্পকলা প্রাঙ্গণ

সম্মিলিত আবৃত্তি জোটের উৎসব সম্পন্ন

| শুক্রবার , ১ এপ্রিল, ২০২২ at ৬:৫৭ পূর্বাহ্ণ

নবীন প্রবীন আবৃত্তিশিল্পী ও আবৃত্তিপ্রেমীদের পদচারণায় সরব অংশগ্রহণের মধ্যদিয়ে শেষ হলো সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের ৩০ বছরে পদার্পন এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত ‘সুবর্ণে স্বাধীনতা, সমুজ্জ্বল কবিতা’ শিরোনামে দুইদিনের আবৃত্তি উৎসব। গতকাল বৃহস্পতিবার উৎসবের সমাপনী দিনে ছিলো শোভাযাত্রা। রঙিন ফেস্টুন, প্লাকার্ড ও বেলুন নিয়ে রঙিন সাজে জোটভূক্ত ২৩টি সংগঠনের কর্মীশিল্পীরা শোভাযাত্রায় অংশ নেন। সমাপনী কথামালায় অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সিরু বাঙালি এবং শিশুসাহিত্যিক রাশেদ রউফ। জেবুন নাহার শারমিনের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন জোটের সহ-সভাপতি প্রণব চৌধুরী। বক্তব্য রাখেন আনোয়ারুল ইসলাম বাপ্পী, মশরুর হোসেন, আলী প্রয়াস। উমে সিং মারমা ঊর্মি এবং বর্ষা চৌধুরীর উপস্থাপনায় উৎসবে বৃন্দ আবৃত্তি পরিবেশন করে বোধন আবৃত্তি পরিষদ, তারুণ্যের উচ্ছ্বাস, প্রহর সাংস্কৃতিক অঙ্গন, স্বদেশ আবৃত্তি সংগঠন, স্বপ্নযাত্রী , প্রমিতি সাংস্কৃতিক একাডেমি এবং প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজামেয়ান রাউজান ছাত্র পরিষদের কাউন্সিল
পরবর্তী নিবন্ধচিটাগাং প্রিপারেটরি স্কুলে চিত্রাঙ্কন ও হাতের লেখা প্রতিযোগিতা