কণ্ঠশিল্পী মিলার বিচার শুরু

| সোমবার , ১৫ নভেম্বর, ২০২১ at ১১:১৩ পূর্বাহ্ণ

অ্যাসিড নিক্ষেপের মাধ্যমে সাবেক স্বামী পারভেজ সানজারিকে হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী তাশবিহা বিনতে শহীদ ওরফে মিলার বিচার শুরু হয়েছে। গত রোববার ঢাকার এসিড দমন ট্রাইব্যুনালের বিচারক এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরুর এ আদেশ দেন। খবর বাংলানিউজের। এদিন রাষ্ট্রপক্ষে আইনজীবী আসামির বিরুদ্ধে চার্জ গঠনের আবেদন করেন। আসামিপক্ষে অব্যাহতির আবেদন করেন মিলার আইনজীবী। শুনানি শেষে অব্যাহতির আবেদন নাকচ করে বিচারক মিলার কাছে জানতে চান, তিনি দোষী না নির্দোষ? এ সময় মিলা নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন। এরপর বিচারক চার্জ গঠনের আদেশ দেন। পারভেজ সানজারির আইনজীবী ইশরাত হাসান এতথ্য নিশ্চিত করেছেন। ২০২০ সালের ২৩ ডিসেম্বর সহকারী পুলিশ সুপার মো. জাহাঙ্গীর হোসেন মিলা ও পিটারকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। এরপর গত ১১ ফেব্রুয়ারি মিলার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
গত ২৪ ফেব্রুয়ারি ঢাকার এসিড দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন। রোববার মিলার পক্ষে পূর্ব শর্তে জামিন আবেদন করা হয়। আসামিপক্ষ তার জামিন বাতিল চান। শুনানি শেষে বিচারক জামিনের বিষয়ে আদেশের জন্য রেখেছেন।

পূর্ববর্তী নিবন্ধতিন বছর পর ফিরছেন মাহফুজ সঙ্গে পরীমনি
পরবর্তী নিবন্ধ৩ ডিসেম্বর ইউরোপেও ‘মিশন এক্সট্রিম’